কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার ৭২, জানালেন জয়েন্ট CP

ভোটে অশান্তির অভিযোগে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার থেকে সাংবাদিক বৈঠকে জানালেন জয়েন্ট CP শুভঙ্কর সরকার।

জয়েন্ট সিপি বলেছেন, মোটের উপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। ভোট গ্রহণ পর্ব কোথাও বন্ধ হয়নি। কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। জয়েন্ট সিপি জানিয়েছেন, টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

ব্রেবোর্ন রোড থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির অভিযোগে গোটা কলকাতায় এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।