Thursday, December 25, 2025

পুরভোটে পুলিশের ভূমিকা অভূতপূর্ব: পার্থ, প্রত্যেকটি ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবি বিজেপির

Date:

Share post:

কলকাতায় উৎসবের মেজাজে ভোট হয়েছে। বললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, “যেভাবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাতে পুলিশের ভূমিকা অভূতপূর্ব।” এর পাল্টা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশন কোর্টে কথা দিয়েছিল ভয়মুক্ত নির্বাচন করাবে তারা কলকাতা পুরভোটে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার যে জয়যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, আজকের এই নির্বাচন সেই যাত্রা আরও সুদৃঢ় করবে। পার্থর অভিযোগ, বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার সমস্ত পরিকল্পনা তৈরি করে রেখেছিল, কিন্তু পুলিশ সে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। সবাই ভোট দিতে পেরেছেন।

আরও পড়ুন-ভোটের আগে গোয়ার ‘কল্পতরু’ মোদি, ৬০০ কোটি টাকার উপহার ঘোষণা

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন কোর্টে কথা দিয়েছিল ভয়মুক্ত নির্বাচন করাবে তারা কলকাতা পুরভোটে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা চাইছি ১৪৪ টি ওয়ার্ডে সবগুলি বুথে পুনরায় নির্বাচন করা হোক।

অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। এমনটাই অভিযোগ। এ প্রসঙ্গে পার্থ বলেন, কলকাতার এত কাছে একটি বাড়িতে কী পরিকল্পনা নিয়ে এতজন একসঙ্গে এসেছেন? কী ভাবে এই জমায়েত হল, তার তদন্ত হওয়া উচিৎ বলে মনে করেছেন তৃণমূলের মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায়ের সাফ কথা, প্রচারে থাকাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। সেই কারণে তাঁরা রাজ্যপালের কাছে যায়, আদালতে যায়, শুধু মানুষের কাছে যায় না।

spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...