Mamata On Vote: শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন: মমতা

"উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ। রেকর্ড ভোট হচ্ছে।" ভোট দিতে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মেজাজে ভোট হচ্ছে-
মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। শুধু তাই নয়, সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রবিবার, কলকাতা পুরসভার ভোটে (Kolkata Municipal Election) বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর চেষ্টা করে বিরোধীরা। বারবার অশান্তির অভিযোগ তোলে বিজেপি-বাম-কংগ্রেস (Bjp-Left-Congress)। সেই অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট বলেন, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিন বিকেল ৪টে নাগাদ, মিত্র ইন্সটিটিউশনে ভ্রাতৃবধূ তথা à§­à§© নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। বলেন, উৎসবের মেজাজে সকলে শান্তিতে ভোট দিয়েছেন, তাতে তিনি খুশি তিনি। বলেন, “কলকাতা পুরসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। যা কার্যত রেকর্ড”।

আরও পড়ুন:জেলার বিধায়কদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা বিজেপির, আটকে দিল প্রশাসন

এর পরেই বিরোধীদের অশান্তির অভিযোগকে কটাক্ষ মমতা বলেন, ভোটে প্রার্থী দিতে না পেরে বলছে ভোট হচ্ছে না। অশান্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে অভিযোগ করা হচ্ছে বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী।