তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি হলেন পবন কুমার ভার্মা (Pavan Kumar Varma)। রবিবার দলের তরফে বিবৃতিতে একথা জানানো হয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সই করা বিবৃতিতে জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পবন কুমার ভার্মার মতো অত্যন্ত প্রবীণ ও অভিজ্ঞ একজনকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতির পদে আনলেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান আগামী দিনে চলার পথে দলকে সাহায্য করবে।


পবন কুমার ভার্মা (Pavan Kumar Varma) একসময়ে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ছিলেন। এরপর ২০১৪ সালে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। লোকসভার সাংসদও ছিলেন। প্রশাসন ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
