১) বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও শেষ রক্ষা হল না কিদাম্বি শ্রীকান্তের। ফাইনালে লোহ কিয়ান ইয়ুর কাছে হেরে গেলেন তিনি। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২।

২) চারজন নামি কোচকে নির্বাচিত করেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে এই কোচেদের সঙ্গে কথা বলেছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট। আর এই চারজন কোচের মধ্যে এগিয়ে আছেন এফসি গোয়ার বর্তমান হেড কোচ জুয়ান ফেরান্ডো। সূত্রের খবর, ফেরান্ডোকে আনতে মুখিয়ে রয়েছে এটিকে মোহনবাগান।

৩) ফের বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায়। অভিযোগ আর্সেনালের এক ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন লিডসের এক সমর্থক। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

৪) নিলামে উঠতে চলেছে মারাদোনার বাড়ি, গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র। জানা গিয়েছে মারাদোনার পাঁচ বৈধ সন্তান একজোট হয়ে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছেন। আর্থিক সমস্যার কারণেই ফুটবল রাজপুত্রর ছেড়ে যাওয়া সম্পত্তি বিক্রি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
