Tuesday, November 11, 2025

বিধ্বংসী অগ্নিকাণ্ডে হলদিয়া IOC কারখানায় মৃত ৩, টুইটে শোকপ্রকাশ মমতার

Date:

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের(Indian oil corporation) কারখানায়। অগ্নিকাণ্ডের জেরে ওই কারখানায় এখনো পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জনেরও বেশি। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

এই ঘটনার জেরে সন্ধ্যায় টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আইওসি, হলদিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় আমরা তিনটি মূল্যবান প্রাণ হারিয়েছি। এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা। আহতদের গ্রিন করিডর করে চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য তাদের চিকিৎসার সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা রাজ্য সরকার করবে।”

আরও পড়ুন:KMC Opposition: নজিরবিহীন! এবার কলকাতা পুরসভায় থাকবেন না কোনও বিরোধী দলনেতা

উল্লেখ্য, এদিন আইওসির রিফাইনারির ডিএইচডিএস ব্লকে পেট্রল তৈরির ইউনিটে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি গিয়ে পড়ে ন্যাপথা ইউনিটে। তার জেরেই আগুন লেগে যায় কারখানার ভিতরে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দুপুর ২.৩০ নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ঘটনার সময় ওই স্থানে কাজ করছিলেন বহু কর্মী। অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন শ্রমিক পাশাপাশি উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন অনেকে। এদের মধ্যে ৭-৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল। ও গুরুতর আহতদের গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থল থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version