Friday, November 28, 2025

Firhad Hakim: বিজেপি কমে বামের ভোট বাড়াকে শুভলক্ষণ বললেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কার্যত সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতা পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে রেকর্ড ১৪, ৯১৫ ভোটে জিতলেন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। খুব স্বাভাবিকভাবেই খুশি তিনি ও তাঁর অনুগামীরা। রাজনীতি করলেও কাজের ফাঁকে পরিবারকে সময় দেন ফিরহাদ হাকিম। এদিনও তার ব্যতিক্রম ঘটলো না। স্ত্রী ও তিন কন্যা প্রিয়দর্শিনী, সাবা এবং আফসা-সহ গোটা পরিবারকে নিয়েই জয়ের সেলিব্রেশন করলেন তিনি। এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের জয় বলেই ব্যাখ্যা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এদিকে “একলা চল রে” নীতিতে ক্রমাগত রক্তক্ষরণের মাঝেই কিছুটা হলেও পুরভোটে সাফল্যের মুখ দেখল বাম শিবির। মাত্র দুটি আসনে সীমাবদ্ধ থাকলেও কলকাতা শহরের বুকে ভোট শতাংশ বেড়েছে বামেদের। যা বিজেপির থেকে বেশি।

আরও পড়ুন-লালবাড়ির লড়াইয়ে ধুয়ে-মুছে সাফ বিজেপি, মাত্র ৩ আসনে কোনওমতে মুখরক্ষা

বিধানসভা ভোটের হিসেবে, কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের ভোট ছিল ৫৯.০৩ শতাংশ। সেখানে বিজেপির ভোট ছিল ৩২.৯২ শতাংশ। বামেদের ভোট ছিল ৪ শতাংশ। কলকাতা পুরভোটের ফলাফলের ট্রেন্ডে দেখা গেছে তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৭১ শতাংশ এবং বিজেপির ভোট কমে হয়েছে ৮.৯ শতাংশ। অর্থাৎ বিজেপি-র ভোট কমেছে প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ। এই ২৩ থেকে ২৪ শতাংশ ভোটের একটা সিংহভাগ অংশ তৃণমূলের দিকে গেলেও একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বামেদের দিকে। ফলত বামেদের ভোট শতাংশ ৪ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশ। অর্থাৎ প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদের ভোট।

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বামেরা বিরোধী জায়গায় থাকাটা শুভ।” কেন বিরোধী আসনে বামেরা থাকলে, সেটাকে ‘শুভ’ বলছেন ফিরহাদ হাকিম? তার কারণও ব্যাখ্যা করে তিনি বলেন, “বিভেদমূলক রাজনীতি বেশিদিন বাংলায় থাকতে পারে না। কারণ বাংলার মানুষ আদর্শ ভাবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, স্বামী বিবেকানন্দকে। সেখানে সাম্প্রদায়িক বিভেদমূলক রাজনীতি বেশিদিন থাকে পারে না।” একইসঙ্গে বিজেপির নাম না করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “এই ববি হাকিম মুসলিম বলে তাঁকে হ্যাটা কর, তাঁকে দেশের বাইরে বের করে দাও! এটা প্রত্যাশিত নয়। আমরা সবাই ভারতের সন্তান। ভারতে জন্মেছি, বড় হয়েছি, ভারতেই মৃত্যুবরণ করব। বার বার করে এই অপমানটা জ্বালিয়ে দেয় ভিতরটাকে। মনে হয়, আমার মায়ের প্রতি ভালোবাসা আমাকে প্রমাণ করতে হবে।”

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...