Saturday, January 10, 2026

KMC Election:কলকাতা পুরসভা কার দখলে? আজ ভাগ্যনির্ধারণ

Date:

Share post:

পরীক্ষা শেষ।অপেক্ষা রেজাল্ট আউটের।আজ কলকাতা পুরনির্বাচনের ফল ঘোষণা। কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় হবে গণনা। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ছোট লালবাড়ির কার দখলে থাকবে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ইতিমধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। গণনা কেন্দ্রের সামনে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা।

আরও পড়ুন:KMC Elections 2021 Results: রাত পোহালেই কলকাতা পুরভোটের ফল, গণনাকেন্দ্রে প্রস্তুতি তুঙ্গে

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ১৬টি বরো রয়েছে। বরোভিত্তিক গণনা হবে। কোথাও একসঙ্গে দু’টি বরোর গণনা হবে। কোথাও আবার একইসঙ্গে চারটি বরোর গণনা চলবে। একনজরে দেখে নেওয়া যাক বরোভিত্তিক গণনাকেন্দ্র:

১. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়- ১ ও ২ নম্বর বরো

২. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম- ৩, ৪, ৫ ও ৬ নম্বর বরো
৩. গীতাঞ্জলি স্টেডিয়াম- ৭ ও ১২ নম্বর বরো

৪. বালিগঞ্জ ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ- ৮ নম্বর বরো
৫. ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওম্যান, হেস্টিংস হাউস- ৯ নম্বর বরো

৬. যোধপুর পার্ক বয়েজ- ১০ নম্বর বরো

৭. যোধপুর পার্ক গার্লস- ১১ নম্বর বরো

৮. বরিশা হাই স্কুল-১ ৩ নম্বর বরো

৯. ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ- ১৪ নম্বর বরো

১০. সিস্টার নিবেদিতা গভর্মেন্ট ডিগ্রি কলেজ, জাজেস কোর্ট, হেস্টিংস হাউস- ১৫ নম্বর বরো

১১. ব্রতচারী বৃদ্ধাশ্রম, জোকা-১৬ বরো।

পুরভোটের দিনের মতোই গণনার দিনেও প্রতিটি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আগামী পাঁচ বছর কলকাতা পুরসভা পরিচালনার ভার কার হাতে থাকবে, তা পরিষ্কার হয়ে যাবে৷ মোট ১৩ থেকে ১৬ দফায় ভোট গণনা হবে। প্রত্যেক কেন্দ্রেই ৭টি টেবিলে হবে গণনা। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল রিটার্নিং অফিসার। বর্তমানে ইভিএমগুলি রয়েছে একাধিক স্ট্রং রুমে।

গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিশকর্মী। যার মধ্যে আধিকারিক রয়েছেন ১ হাজার। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ।  নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। কাউন্টিং এজেন্টরা মোবাইল ফোন নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...