Maradona: নিলামে বিক্রি হল না মারাদোনার জিনিস, বাড়ানো হল নিলামের দিন

একটি ভার্চুয়াল নিলামের মাধ্যমে মারাদোনার প্রায় ৯০টি জিনিস এদিন বিক্রির আয়োজন করা হয়। এর মধ্যে কেবল ২৬ হাজার মার্কিন ডলার বিক্রি হতেই সক্ষম হয় সেই সংস্থা।

বিক্রি হল না মারাদোনার( Maradona)ব‍্যবহার করা জিনিস। ফুটবল রাজপুত্রর ব‍্যবহার করা ৯০ টি জিনিস তোলা হয় নিলামে। কিন্তু একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায়, নিলামের দিন বাড়াতে ব‍াধ‍্য হল সংস্থা।

একটি ভার্চুয়াল নিলামের মাধ্যমে মারাদোনার প্রায় ৯০টি জিনিস এদিন বিক্রির আয়োজন করা হয়। এর মধ্যে কেবল ২৬ হাজার মার্কিন ডলার বিক্রি হতেই সক্ষম হয় সেই সংস্থা। লাতিন আমেরিকা, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া ও দুবাইয়ের অন্তত ১৫০০ এর বেশি বিডার এই নিলামে আবেদন করেছিলেন। নিলামে সর্বোচ্চ দাম পেয়েছে মারাদোনার একটি ছবি, যা লু সেদোভার ‘বিটুইন ফিওরিতো অ্যান্ড দ্য স্কাই’ নামে পরিচিত, তা বিক্রি হয়েছে ২১৫০ ডলারে। এছাড়া প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে মারাদোনার একটি ছবি দুবাইয়ের এক ক্রেতা কিনেছে ১৬০০ ডলারে।

এদিকে এদিন নিলামে বিক্রি হল না মারাদোনার
ব‍্যবহার করা দুটি বিএমডব্লু গাড়ি ও একটি হুন্ডাই ভ্যান। অন্ততপক্ষে ১.৪ মিলিয়ন ডলারের জিনিস বিক্রি হয়নি এই নিলামে।

আরও পড়ুন:Isl: ঘোষিত হল আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি, ২৯ জানুয়ারি দ্বিতীয় ডার্বি

Previous articleবিধ্বংসী অগ্নিকাণ্ডে হলদিয়া IOC কারখানায় মৃত ৩, টুইটে শোকপ্রকাশ মমতার
Next articleKMC Election Results 2021: রেকর্ড মার্জিনে পুরভোটে জয়ী তৃণমূলের সব হেভিওয়েট