Wednesday, November 12, 2025

এবার কলকাতা পুরনির্বাচনে ছয় বিধায়ককে টিকিট দিয়েছিল তৃণমূল। ২১ ডিসেম্বর ফলপ্রকাশ হতেই দেখা গেল প্রত্যেকেই জিতেছেন।
৭৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ের পর খোদ মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধু কাজরী বন্দ্যোপাধায় বলেছেন, ‘‘সকাল থেকে দিদির কাছেই ছিলাম। দিদি বলেছে খুব ভাল হয়েছে জিতেছ। এ বার ভাল করে কাজ করতে হবে। সবার সঙ্গে কথা বলে কাজ করবে।’’
১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতেই রত্না চট্টোপাধ্যায় খোঁচা দিলেন শোভন চট্টোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘‘শোভন চট্টোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার মেয়েকে বলেছিলেন, আমি নিজের ক্ষমতায় কিছুই করতে পারব না। আজ আমি দেখিয়ে দিলাম। আমি নিজের ক্ষমতায় স্ট্যান্ড করেছি।’’ প্রসঙ্গত ১৩১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ছিলেন শোভনই।
৮২ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন ফিরহাদ হাকিম। তার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি জানিয়েছেন, আগামী দিনে দূষণ কমানো কলকাতা পুরসভার অন্যতম লক্ষ্য হবে।
১০৯ নম্বর ওয়ার্ড থেকে ৩৭ হাজারেরও বেশি ভোটে (ওই ওয়ার্ডে মোট ভোট ৪২ হাজারের কিছু কম-বেশি) জিতেছেন প্রাক্তন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ তাঁর সামনে দাঁড়াতেই পারেনি।
কলকাতা পুরভোটে পর পর ছ’বার জিতলেন মালা রায়। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন তিনি। অন্য দিকে বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল তৃণমূল। তিনিও জয়ী হয়েছেন।
৮৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তিনি সাড়ে ৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন।
১১৭, ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই জিতে গিয়েছে তৃণমূল। ২০১৫ সালের নির্বাচনেও এই তিনটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল।১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী অমিত সিংহ। ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তারক সিংহ।১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।
৩১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী পরেশ পাল। তিনি বেলেঘাটার বিধায়ক। জয়ী হয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। তিনি কাশীপুর-বেলগাছিয়ার বিধায়কও।
জিতলেন তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version