Isl: ঘোষিত হল আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি, ২৯ জানুয়ারি দ্বিতীয় ডার্বি

১০ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় পর্ব। চলবে ৫ মার্চ অবধি। দ্বিতীয় পর্বের সব খেলাই হবে গোয়াতে।

ঘোষিত হল আএসএলের ( ISL) দ্বিতীয় পর্বের সূচি। ২৯ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বি( Derby)। ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই দল।

এর আগে ঘোষিত হয়েছিল আইএসএল ২০২১-২২ মরশুমের প্রথম পর্বের সূচি। আর মঙ্গলবার ঘোষিত হল মরশুমের দ্বিতীয় পর্বের সূচি। ১০ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় পর্ব। চলবে ৫ মার্চ অবধি। দ্বিতীয় পর্বের সব খেলাই হবে গোয়াতে। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ১১ জানুয়ারি। জামশেদপুরের বিরুদ্ধে রয়েছে সেই ম্যাচ। ১৯ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। মোহনবাগানের ম্যাচ রয়েছে ১৫ জানুয়ারি, বেঙ্গালুরুর বিরুদ্ধে। দ্বিতীয় পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ ৪ মার্চ। নর্থইস্টের বিরুদ্ধে খেলবে তারা।

এই মুহূর্তে লিগ টেবিলে ছ’নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। মঙ্গলবার সন্ধ্যায় নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলতে নামবে তারা। লিগ টেবিলে সবার শেষে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:CSA: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন আনরিখ নর্টজে