Thursday, August 21, 2025

Firhad Hakim:‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়’, কলকাতা পুরভোটের জিতে দলনেত্রীকে কৃতজ্ঞতা জানালেন ববি

Date:

পরীক্ষা শেষ। আজ ছিল রেজাল্ট আউট ।কলকাতা পুরভোটের ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূলের। ৮২ নম্বর ওয়ার্ড কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের।জয়ের পর ফিরহাদ (ববি) বলেন, ‘‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ মমতা’দির উন্নয়নের উপর ভরসা রেখেছেন। এই জয় মানুষের বিশ্বাসের জয়।’’

আরও পড়ুন:KMC Election:কলকাতা পুরসভা কার দখলে? আজ ভাগ্যনির্ধারণ

মঙ্গলবার কলকাতা পুরভোটের গণনার দিন সকালেই খোশমেজাজেই দেখা যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা। গণনার দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে গণনা কেন্দ্রে পৌঁছনোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। কিছুক্ষণ সেখানে কাটিয়ে বেরিয়ে যাওয়ার আগে ফিরহাদ বলেন , ”আমি মন্দিরে এসেছিলাম। সবসময় আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমার কাছে মন্দির।” তিরি আরও বলেন, সবাই আগে থেকেই যানেন যে চারিদিকে তৃণমূল কংগ্রেস জিতবে। ফলত খুব বেশি রেষারেষি নেই।


তিনি আরও বলেন যে বিরোধী দলের এজেন্টরা রয়েছেন তাদেরকেও তিনি জানিয়েছেন যেন তারা কোনও চিন্তা না করেন। পাশাপাশি কাউন্টিং যেন শান্তিপূর্ণ হয় সেই আহ্বান জানান। এদিকে, গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূল।  ইতিমধ্যে একাধিক ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা। বেশিরভাগ ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল।দিকে দিকে শুরু হয়েছে বিজয় কর্মীদের উৎসব। ইতিমধ্যেই একাধিক ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version