Tuesday, May 6, 2025

কলকাতা পুরসভা নির্বাচনে রেকর্ড জয় তৃণমূলের। ১৪৪ টির মধ্যে ১৩৪ টি আসন পেয়েছে জোড়া ফুল শিবির। এমনকী, জয়ী ৩ নির্দল প্রার্থীও তৃণমূলে (TMC) যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু এবার মেয়র পদে কোনও মুখে রেখে প্রচার করেনি শাসকদল। বারবারই বলা হয়েছিল, ফল প্রকাশের পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, আগেরবারের মেয়র (Mayor) রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমকেই (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র করা হচ্ছে।

এর পাশাপাশি আরও চমক রয়েছে এবারের কলকাতা পুরবোর্ডে। সেখানে একাধিক ডেপুটি মেয়র থাকতে পারেন বলে সূত্রের খবর। দুজনের নাম ইতিমধ্যেই শোনা গিয়েছে। একজন দেবাশিস কুমার (Debashis Kumar), অন্যজন অতীন ঘোষ (Atin Ghosh)। মালা রায় (Mala Ray) হচ্ছেন চেয়ারপার্সন। তবে, ডেপুটি মেয়র পদে আরও মহিলা প্রার্থীদের আনা হতে পারে বলে সূত্রের খবর।

তৃণমূলের হেভিওয়েট নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের হাত ধরে পরিবর্তন হয়েছে কলকাতা পুরসভার। পুর পরিষেবার সুফল পেয়েছেন কলকাতাবাসী আর তারই ফল এবারের পুরভোটে পেয়েছে দল। সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। যেভাবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভোট-পূর্ব প্রতিশ্রুতি পালন করেছেন তাতে এবার কলকাতা পুরসভাতে তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নাগরিকরা। তৃণমূলকে আশীর্বাদের ঝুলি উপুড় করে দিয়েছেন। তাঁদের সেই আস্থাটাই এখন কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই দায়িত্বশীল হাতে গুরুভার তুলে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও ভরসাযোগ্য প্রার্থীদের বসিয়ে পরিষেবার উন্নতি ঘটাতে চাইছেন মমতা।

আরও পড়ুন- KMC Election2021: পুরভোটে লম্বা সময় ব্যাট হাতে ক্রিজে টিকে থাকার রেকর্ড গড়লেন তিন মহিলা প্রার্থী

 

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version