Tuesday, November 4, 2025

বুধবার তেলেঙ্গানায় নতুন চার ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল৷ গত কয়েকদিনে সেরাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা (Covid19) ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে৷ বুধবারের চার আক্রান্তকে নিয়ে রাজ্যে মোট ২৪ জন ওমিক্রন আক্রান্তের চিকিৎসা শুরু করা হয়েছে৷ সূত্রের দাবি, ওমিক্রন আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে৷ কারণ, তাঁদেরও করোনাবিধি মেনে হোমআইসোলেশনে থাকার পাশাপাশি করোনা পরীক্ষা করা হবে৷
এ দিকে নতুন চারজনকে নিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০৪ হয়েছে৷ দেশের বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ আচমকা ঊর্ধ্বমুখী।ওমিক্রন  (Omicron) নিয়ে গতকালই স্বাস্থ্যমন্ত্রক থেকে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চলগুলিকে সতর্কতা করা হয়েছে।
কেন্দ্রের বক্তব্য, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়েও অবহেলা করলে চলবে না। দেশের নানা প্রান্তে এই ভ্যারিয়েন্ট রয়েই গিয়েছে। এ দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।  টেস্টিং, ট্রেসিং, আইসোলেটিং ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version