Monday, August 25, 2025

নিজের পায়ে কুড়ুল মেরে নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি”, টুইটে ফের তোপ তথাগতর

Date:

কলকাতা পুরসভা(Kolkata municipality) নির্বাচনে মাত্র তিনটি আসন পেয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছে বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের এমন ধরাশায়ী অবস্থার পর বিজেপিকে টুইটে তীব্র আক্রমণ শানিয়েছেন তথাগত রায়(Tathagata Roy)। সেই আক্রমণের ঝাঁঝ জারি রইল এদিনও। বৃহস্পতিবার তিনি জানালেন, নিজের পায়ে কুড়ুল মেরেছে বিজেপি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হওয়ার দিকে।

পুরভোটের ফল প্রকাশ্যে আসার পর গত ২২ ডিসেম্বর তথাগত লিখেছিলেন, “প্রতীক্ষা শেষ। আশঙ্কা সত্য হল।” তার এই টুইট কাছে প্রকাশ্যে আসার পর সমালোচনা করেছিলেন অনেকেই। পাশাপাশি আরও এক টুইটে তিনি লেখেন, “প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি! কিন্তু উপায় নেই| যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয়নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি নাকি মরে গেছি, তাতে কারও কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।” তথাগত এই টুইটে পাল্টা এক ব্যক্তি লেখেন, “এত ভেঙে পড়বেন না। নিশ্চিত জানবেন TMC এই পশ্চিমবঙ্গে একদিন শূন্য হয়ে যাবে, সিপিএম হারবে কেউ ভেবেছিলো?”

আরও পড়ুন:West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

প্রত্যুত্তরে তথাগত এদিন লেখেন, “আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই। জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ একনেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version