Tuesday, November 4, 2025

রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। তার ঠিক আগের দিন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ধুমধাম করে পালন হলো অভিনেতা-সাংসদ দেবের জন্মদিন। এদিন দেবের নতুন ছবি টনিকের রিলিজ উপলক্ষে ছোটরা ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এরই পাশাপাশি প্রেস ক্লাবের ‘গ্রাম কৃষ্টি উৎসব’-এর সূচনা করেন অভিনেতা।
যদিও আগামীকাল ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার আগের দিনই প্রেসক্লাবে শিশুদের উপস্থিতিতে কেক কেটে পালন করা হলো অভিনেতার জন্মদিন। আপ্লুত অভিনেতা জানালেন, প্রেসক্লাবের এই ভালবাসা তিনি মনে রাখবেন।
এ’বছর আবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রাম কৃষ্টি উৎসব আয়োজিত হচ্ছে । কোভিডের যাবতীয় সুরক্ষাকে মাথায় রেখে, গ্রামের পারম্পরিক কারিগরদের কাজ, তাদের কৃষ্টি যাতে এ শহর আবার এক টুকরো গ্রামের আদলে ফিরে পান, তার ব্যবস্থা করেছে কলকাতা প্রেস ক্লাব। পাশাপাশি বিধ্বস্ত প্রান্তিক জনেদের পাশে দাঁড়াতেও এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
প্রাঙ্গণে থাকছে পটচিত্র থেকে মাদুরের কাজ, ছৌ মুখোশ, টেরাকোটার কাজ থেকে পুতুল, বাঁশি, আবার মিনাকারি গহনা থেকে কাঠের কাজ, গামছার পোশাক সহ নানান হস্তশিল্পের সামগ্রী!প্রতিদিন দু’টি করে লোকশিল্পীর দল মাঠে পরিবেশন করবেন বাউল, ভাওয়াইয়া, কবিগান, ছো নৃত্য, ফকিরি, খোলবাদ্য সহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান।
পাশাপাশি জৈব খাদ্য থেকে হোমের আবাসিকদের হাতে তৈরি করা জিনিস, পিঠে পুলি, মোয়া, সবই বিনিময় করার সুযোগ থাকছে এই এক টুকরো গ্রামের সৌজন্যে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুপুর ২ টো থেকে রাত ৮টা অবধি গ্রামীণ কারিগর ও লোকশিল্পীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনাদের অপেক্ষায় থাকবেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version