Saturday, August 23, 2025

রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। তার ঠিক আগের দিন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ধুমধাম করে পালন হলো অভিনেতা-সাংসদ দেবের জন্মদিন। এদিন দেবের নতুন ছবি টনিকের রিলিজ উপলক্ষে ছোটরা ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এরই পাশাপাশি প্রেস ক্লাবের ‘গ্রাম কৃষ্টি উৎসব’-এর সূচনা করেন অভিনেতা।
যদিও আগামীকাল ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার আগের দিনই প্রেসক্লাবে শিশুদের উপস্থিতিতে কেক কেটে পালন করা হলো অভিনেতার জন্মদিন। আপ্লুত অভিনেতা জানালেন, প্রেসক্লাবের এই ভালবাসা তিনি মনে রাখবেন।
এ’বছর আবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রাম কৃষ্টি উৎসব আয়োজিত হচ্ছে । কোভিডের যাবতীয় সুরক্ষাকে মাথায় রেখে, গ্রামের পারম্পরিক কারিগরদের কাজ, তাদের কৃষ্টি যাতে এ শহর আবার এক টুকরো গ্রামের আদলে ফিরে পান, তার ব্যবস্থা করেছে কলকাতা প্রেস ক্লাব। পাশাপাশি বিধ্বস্ত প্রান্তিক জনেদের পাশে দাঁড়াতেও এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
প্রাঙ্গণে থাকছে পটচিত্র থেকে মাদুরের কাজ, ছৌ মুখোশ, টেরাকোটার কাজ থেকে পুতুল, বাঁশি, আবার মিনাকারি গহনা থেকে কাঠের কাজ, গামছার পোশাক সহ নানান হস্তশিল্পের সামগ্রী!প্রতিদিন দু’টি করে লোকশিল্পীর দল মাঠে পরিবেশন করবেন বাউল, ভাওয়াইয়া, কবিগান, ছো নৃত্য, ফকিরি, খোলবাদ্য সহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান।
পাশাপাশি জৈব খাদ্য থেকে হোমের আবাসিকদের হাতে তৈরি করা জিনিস, পিঠে পুলি, মোয়া, সবই বিনিময় করার সুযোগ থাকছে এই এক টুকরো গ্রামের সৌজন্যে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুপুর ২ টো থেকে রাত ৮টা অবধি গ্রামীণ কারিগর ও লোকশিল্পীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনাদের অপেক্ষায় থাকবেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version