Wednesday, November 12, 2025

রাত পোহালেই বড়দিনের উৎসবে মেতে উঠবে শহর কলকাতা। তার ঠিক আগের দিন শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে ধুমধাম করে পালন হলো অভিনেতা-সাংসদ দেবের জন্মদিন। এদিন দেবের নতুন ছবি টনিকের রিলিজ উপলক্ষে ছোটরা ছবির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এরই পাশাপাশি প্রেস ক্লাবের ‘গ্রাম কৃষ্টি উৎসব’-এর সূচনা করেন অভিনেতা।
যদিও আগামীকাল ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন। তার আগের দিনই প্রেসক্লাবে শিশুদের উপস্থিতিতে কেক কেটে পালন করা হলো অভিনেতার জন্মদিন। আপ্লুত অভিনেতা জানালেন, প্রেসক্লাবের এই ভালবাসা তিনি মনে রাখবেন।
এ’বছর আবার কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে গ্রাম কৃষ্টি উৎসব আয়োজিত হচ্ছে । কোভিডের যাবতীয় সুরক্ষাকে মাথায় রেখে, গ্রামের পারম্পরিক কারিগরদের কাজ, তাদের কৃষ্টি যাতে এ শহর আবার এক টুকরো গ্রামের আদলে ফিরে পান, তার ব্যবস্থা করেছে কলকাতা প্রেস ক্লাব। পাশাপাশি বিধ্বস্ত প্রান্তিক জনেদের পাশে দাঁড়াতেও এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
প্রাঙ্গণে থাকছে পটচিত্র থেকে মাদুরের কাজ, ছৌ মুখোশ, টেরাকোটার কাজ থেকে পুতুল, বাঁশি, আবার মিনাকারি গহনা থেকে কাঠের কাজ, গামছার পোশাক সহ নানান হস্তশিল্পের সামগ্রী!প্রতিদিন দু’টি করে লোকশিল্পীর দল মাঠে পরিবেশন করবেন বাউল, ভাওয়াইয়া, কবিগান, ছো নৃত্য, ফকিরি, খোলবাদ্য সহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান।
পাশাপাশি জৈব খাদ্য থেকে হোমের আবাসিকদের হাতে তৈরি করা জিনিস, পিঠে পুলি, মোয়া, সবই বিনিময় করার সুযোগ থাকছে এই এক টুকরো গ্রামের সৌজন্যে। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর, দুপুর ২ টো থেকে রাত ৮টা অবধি গ্রামীণ কারিগর ও লোকশিল্পীরা প্রেস ক্লাব প্রাঙ্গণে আপনাদের অপেক্ষায় থাকবেন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version