Tuesday, November 4, 2025

বড়দিনের উৎসবে পার্কস্ট্রিটের পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর

Date:

বড়দিনের উৎসবে ভিড়ের মধ্যে যাতে মহিলাদের প্রতি কোনরকম অশ্লীল ঘটনা না ঘটে তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হচ্ছে উৎসবের পার্কস্ট্রিটকে। নজরদারি ক্যামেরা তো বটেই আকাশ পথে চলবে ড্রোনের(Drone) নজরদারি। একই সঙ্গে ভিড়ের মধ্যে মিশে থাকবে ‘স্পেশাল ২৫’।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র পার্কস্ট্রিটে(Park Street) একজন মহিলা ডিসি সহ মোট ৫ জন ডিসি নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ইভটিজার ধরতে মোতায়েন থাকবে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। পাশাপাশি নিরাপত্তায় থাকবে দেড় হাজার পুলিশ। ভিড়ের মধ্যে নজরদারির জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। নাইট ভিশন বাইনোকুলারের সাহায্যে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে পুলিশ। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। এছাড়া যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন থাকছে কুইক রেসপন্স টিম।

আরও পড়ুন: কংগ্রেসের জয়জয়কার, মরুরাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী বিজেপি

একইসঙ্গে জানা গিয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মার নেতৃত্বে গুন্ডা দমন শাখার বাছাই করা টিম পার্কস্ট্রিট সহ কলকাতা নাইট ক্লাব পাব ডিস্কোতে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবেন। ভিড়ের সুযোগ নিয়ে কেউ যাতে মহিলাদের শ্লীলতাহানি করতে না পারে তার জন্য উইনার্স ছাড়াও সাদা পোশাকের মহিলা পুলিশের সঙ্গে মিশে থাকবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে থাকছে পুলিশ পিকেট। বেপরোয়া বাইক চালকদের প্রতি নজরদারি চালাবে পুলিশ। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে বড়দিনের উৎসব এবার পালিত হতে চলেছে শহর কলকাতায়। এর পাশাপাশি কেউ কোনো রকম সমস্যায় পড়লে পার্ক স্ট্রিটে পুলিশের তরফে খোলা হয়েছে সহায়তা বুথ।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version