Thursday, May 15, 2025

করোনা বাড়ছে: ক্রিসমাসে উত্তরপ্রদেশে নাইট কার্ফু, যদিও জনসভা জারি থাকবে যোগীর

Date:

আগামীকাল দেশ তথা বিশ্বজুড়ে পালিত হবে ক্রিসমাস উৎসব(Christmas Day)। খ্রিস্টানদের পবিত্র এই উৎসবের দিন থেকেই উত্তরপ্রদেশে লাগু হল কড়া বিধি নিষেধ। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) টিম নাইন-এর অফিসারদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেছেন ২৫ ডিসেম্বর রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত গোটা উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লাগু থাকবে নাইট কার্ফু(night curfew)। ফলস্বরূপ এই দিনগুলিতে কোনরকম উৎসব-অনুষ্ঠান হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে যোগীর পুলিশ। তবে করোনা রুখতে উৎসবের দিনে কড়াকড়ি জারি থাকলেও ভোটের বাজারে কোনরকম আপোষ করতে রাজি নন যোগী। নির্বাচনী জনসভা চলবে বহাল তবিয়তেই। এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজে ভোট প্রচার সারবেন রাজ্যের একাধিক প্রান্তে।

আগামীকাল ২৫ ডিসেম্বর। তা ঠিক আগে শুক্রবার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ২৫ ডিসেম্বর রাত থেকে লাগু হবে নাইট কার্ফু। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের একাধিক জেলায় করোনা সংক্রমণের হার বেড়েছে এই পরিস্থিতিতে কিছু কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। এ প্রসঙ্গে যোগী সরকারের তরফে জানানো হয়েছে, রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে জারি থাকবে এই নাইট কার্ফু। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে বিয়ে বাড়ির অনুষ্ঠানকে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, এক্ষেত্রে পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। তবে ২০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না অনুষ্ঠানে।

আরও পড়ুন:দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

তবে বড়দিন উৎসবের ঠিক আগে যোগী সরকারের এহেন পদক্ষেপ প্রশ্ন তুলে দিচ্ছে। অভিযোগ উঠছে, সংখ্যালঘুদের উৎসবে বিঘ্ন ঘটাতেই ২৪ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অবাক করা বিষয় এটাই যে এত কড়াকড়ি লাগু হলেও নির্বাচনী প্রচার কিন্তু ঠিকই সেরে চলেছেন যোগী আদিত্যনাথ সেখানে লোক সমাগম কম হচ্ছে না। জেলাজুড়ে একের পর এক জনসভা রয়েছে যোগী আদিত্যনাথ এর আগামী ১ জানুয়ারি পশ্চিম উত্তরপ্রদেশে একটি জনসভা করবেন আদিত্যনাথ। পাশাপাশি ভোট উপলক্ষে লাগাতার উত্তরপ্রদেশে কর্মসূচি দেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Related articles

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...

৬৭২ বাতিতে সেজে উঠবে দিঘার জগন্নাথ মন্দির, কাজ শুরু করল হিডকো

উদ্বোধনের মুহূর্ত থেকেই মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। প্রতিনিয়ত সেজে উঠছে মুখ্যমন্ত্রীর(Chief Minister) নেতৃত্বে তৈরী দিঘার জগন্নাথ মন্দির(Digha...

কলকাতায় লুকিয়ে থাকলেও প্রতারণার অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে ধৃত ৪

ডিজিটাল গ্রেফতারির(Digital Arrest) ভয় দেখিয়ে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জালিয়াতি ছাড়াও বিভিন্ন ধরণের সাইবার প্রতারণা করে বহু মানুষের...
Exit mobile version