উস্থিতে গুলিবিদ্ধ তৃণমূল যুবনেতার মৃত্যু, ধৃত সাত

টানা ছদিনের লড়াই শেষ। মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির উত্তরকুসুম অঞ্চল যুব তৃণমূল সভাপতি সুজাউদ্দিন গাজির। গুলিবিদ্ধ অবস্থায় গত ১৯ ডিসেম্বর থেকে তিনি এস এস কে এম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে লড়াই শেষ হল। এই ঘটনায় আপাতত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর উস্থিতেই গুলিবিদ্ধ হন সুজাউদ্দিন৷ সেই সময় দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি ৷ দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে চম্পট দেয় ৷ সুজাউদ্দিনকে উদ্ধার করে প্রথমে বাণেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে ছদিনের লড়াইয়ের পর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সুজাউদ্দিনের। এই ঘটনায় আপাতত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন আনওয়ার হুসেন হালদার, আক্রম আলি, হাবিবউর রহমান মোল্লা, আতিবউর রহমান মোল্লা, লালচাঁদ লস্কর, শরিফউল লস্কর ও কবিরউল লস্কর ৷ এঁদের মধ্য়ে লালচাঁদ এবং তাঁর দুই ছেলে শরিফউল ও কবিরউলই মূল অভিযুক্ত ৷ ধৃতদের ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক সকলকেই ১০দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন- Rahul Dravid: বিরাট প্রশংসায় দ্রাবিড়, প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী কোহলিদের হেডস‍্যার

 

Previous articleRahul Dravid: বিরাট প্রশংসায় দ্রাবিড়, প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী কোহলিদের হেডস‍্যার
Next articleবড়দিনেও অশান্তি! শহরের নাইটক্লাবে মত্ত যুবক-যুবতীদের তাণ্ডব, গ্রেফতার ৫