Tuesday, August 26, 2025

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে(Tripura assembly election) পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল(TMC)। আর এই শীতের মরশুমে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে প্রতিবেশী রাজ্যে। নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফর করতে চলেছেন তৃণমূল বিজেপির হেভিওয়েট নেতারা। ২ জানুয়ারি ত্রিপুরা সফর করবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার সফরের পরই ত্রিপুরায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। হাইপ্রোফাইল নেতৃত্তের ত্রিপুরা সফরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই রাজ্যে।

জানা গিয়েছে ২ জানুয়ারি আগরতলা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই সফরে তিনি সাক্ষাৎ করবেন সেখানকার আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে। এরপর ৩ জানুয়ারি কলকাতায় ফিরবেন তিনি। অভিষেকের ত্রিপুরা শহরের পরদিনই আগরতলায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Modi:’ওমিক্রনের বিরুদ্ধে সকলকে লড়তে হবে’, মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

এদিকে তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ২ জানুয়ারি। ৩ জানুয়ারি তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বলবেন অভিষেক। বৈঠক করবেন দলের শীর্ষ নেতাদের সাথে। তবে অভিষেকের ত্রিপুরা সফরের পর প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফল রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, আর মাত্র দেড় বছরের মধ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ত্রিপুরা সদ্যসমাপ্ত পুরনির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ফলে বিগত কয়েক মাসে এই রাজ্যের তৃণমূলের ঘাঁটিতে বেশ শক্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ময়দানে নেমে পড়ল তৃণমূল-বিজেপি দুই শিবির।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version