Friday, May 16, 2025

ওমিক্রন আতঙ্কের মাঝেই শহরে ব্রিটেন ফেরত আরও ৪ করোনা আক্রান্ত

Date:

শহরে ওমিক্রন(Omicron) আতঙ্কের মাঝেই এবার ব্রিটেন ফেরত ৪ জনের শরীরে মিলক করোনা ভাইরাস। এদিন কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) করোনা(Coronavirus) পরীক্ষার সময় এই চারজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। ইতিমধ্যেই চারজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা আগামীকাল পাঠানো হবে কল্যাণীতে।

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে করোনার নয় ভেরিয়েন্ট ওমিক্রন। এ রাজ্যে এখনও পর্যন্ত ৭ জন ওমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তার(junior doctor) ওমিক্রন আক্রান্ত হয়েছেন। আর কোন বিদেশ সফরের রেকর্ড নেই। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের(Health department)। প্রশ্ন উঠছে তবে কি ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে(West Bengal)?

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে মতুয়া বিদ্রোহ, হস্তক্ষেপ করতে হচ্ছে নাড্ডাকে

শুক্রবার ডাবলিন ফেরত এক যুবকের শরীরে ধরা পড়েছিল ওমিক্রন। এরপর শনিবার ওই জুনিয়র ডাক্তারদের শরীরের নমুনার জিনোম সিকুয়েন্স করে ওমিক্রনের হদিশ মিলেছে। চিকিত্‍সককে কোভিড ইউনিটের আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আর কতজনের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে শহরে এখনও অবধি ওমিক্রন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এর আগে ব্রিটেন ও নাইজেরিয়া ফেরত কলকাতার দুই বাসিন্দার শরীরে ওমিক্রন ধরা পড়েছিল। গতকাল ডাবলিন ফেরত ২৭ বছরের এক যুবকের নমুনা পরীক্ষায় ওমিক্রন ধরা পড়ে। ডাবলিন থেকে বিমানে ওঠার আগে কোভিড টেস্ট করিয়েছিলেন ওই যুবক। সেই রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবুধাবি ও দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version