Monday, August 25, 2025

কলকাতা পুরভোটে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মতুয়া বিদ্রোহে নাকাল বিজেপি। দলের রাজ্য কমিটিতে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগে ৫ বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার মতুয়া সঙ্ঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুখেন্দু গায়েন সরাসরি সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ক্ষোভ জানালেন। লিখলেন, “মতুয়াদের বঞ্চিত করলে তারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে”।গোটা ঘটনাটি ধামাচাপা দিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া নেতা শান্তনু ঠাকুর বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন। শোনা যাচ্ছে, পরিস্থিতি সামাল দিতে সুকান্ত মজুমদারের তৈরি জেলা ও রাজ্য কমিটিতে উপেক্ষা করেই পরিবর্তন হবে।

আরও পড়ুন:বিজেপির পুর বিপর্যয়ের অন্তর্তদন্তে শুভেন্দুর বিরুদ্ধে তোপ

নতুন রাজ্য এবং জেলা কমিটি করার পরেই বিজেপিতে বিদ্রোহের আগুন দেখা যায়। সুকান্ত মজুমদারের করা এই রাজ্য কমিটিতে আদি বিজেপির অধিকাংশ নেতাদের সরিয়ে দেওয়া হয়। কোথাও এমন নতুন মুখ আনা হয় যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক মাত্র কয়েকদিনের। জেলা এবং রাজ্য কমিটিতে মতুয়াদের কার্যত উপেক্ষাই করা হয়। সে নিয়ে ক্ষোভ ছিল। মতুয়া সম্প্রদায়ও নেতৃত্বকে ক্ষোভের কথা জানান। কার্যত সম্প্রদায়ের মানুষের চাপে পড়েই ৫ বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় নেতৃত্ব। অবস্থার গভীরতা বুঝে শান্তনু ঠাকুর, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন।  বিজেপির অন্দরের খবর, মতুয়া ভোট হারানোর শঙ্কায় জেপি নাড্ডা খুব শীঘ্রই জেলা এবং রাজ্য কমিটিতে মতুয়াদের রাখার সিদ্ধান্ত নিতে চলেছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version