Sunday, August 24, 2025

বিজেপির পুর বিপর্যয়ের অন্তর্তদন্তে শুভেন্দুর বিরুদ্ধে তোপ

Date:

পুরভোটের পর্যালোচনা তথা অন্তর্তদন্ত। বিজেপির হেস্টিংস অফিসে। আর সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রার্থীরা। কেউ বললেন, তাঁর দলের লোকেরা কাজ করেননি। কেউ বললেন, শুভেন্দু ঘনিষ্ঠরা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। অভিযোগ শুনলেন, দলের ট্যুইট মাস্টার অমিত মালব্য।

পুরভোটে বিপর্যয়ের পর এমনিতেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোনঠাসা। সভাপতি হওয়ার পরেও তাঁকে অনেকেই মানতে নারাজ। বৈঠকে একজনকে বলতে শোনা যায়, দিলীপদার (দিলীপ ঘোষ) আমলে এরকম হয়নি। অনেক ভাল ছিল। চেয়ারে বসে সুকান্তকে সেসব শুনতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অন্য লবির প্রার্থীদের হারানোর অভিযোগ তুললেন কেউ কেউ। এক মহিলা প্রার্থী প্রকাশ্যেই বলেছেন, সর্ষের মধ্যে ভূত রয়েছে। অনেকেই প্রার্থী হতে চেয়েছিলেন। যারা প্রার্থী হতে পারেননি, তারা দলের প্রার্থীদের হারাতে নামেন। উত্তর কলকাতার তিনজন প্রার্থী মালব্যকে বলেন, বলেও প্রচারে আনা যায়নি বিরোধী দলনেতাকে। অভিযোগ, তিনি দলের নেতৃত্বের কাছে আগে খবর নিয়েছেন, ওয়ার্ডে জেতার সম্ভাবনা রয়েছে কিনা। তবেই প্রচারে গিয়েছেন। শুধু তাই নয়, ভোটের আগে শুভেন্দু ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, লড়াই তো মাত্র ১০ আসনে। সেই কথাও ভোটের ফলে অনেক প্রভাব ফেলেছে। কেউ কেউ টাকার বদলে প্রার্থী করার অভিযোগ এনেছেন।

আরও পড়ুন:আচার্য-বিতর্কে ফের সরব ধনকড়, “সস্তার বিনোদনমূলক মন্তব্য”, পাল্টা কুণাল

সব মিলিয়ে পুরভোটে দলের বিপর্যয় পর্যালোচনার বৈঠকে টার্গেট হয়ে পড়েন শুভেন্দু-সুকান্ত। এমনিতেই দুই নেতাকেই নব্য বিজেপির নেতা বলা হয়। আদি বিজেপির মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, এখন আরও বাড়ছে। নব্যদের সঙ্গে দূরত্ব তৈরি করছেন আদিরা। ভোটের ফলেও তার ছাপ পড়েছে। ভোটের পরে ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version