Sunday, August 24, 2025

Duare Ration: উন্নয়নমূলক কাজে বাধার চেষ্টা বানচাল, দুয়ারে রেশন প্রকল্প স্থগিতের আর্জি খারিজ হাইকোর্টে

Date:

তৃতীয়বার বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরেই দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, মানুষের উন্নয়ন ও সুবিধার্থে চালু হওয়া এই প্রকল্পটি বন্ধ করার জন্য সব রকম চেষ্টা করছে বিরোধীরা। পাইলট প্রকল্প শুরু হওয়ার পরেই তার বিরোধিতা করে মামলা দায়ের হয়। এই প্রকল্প বন্ধের চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত মুখ পুড়েছে চক্রান্তকারীদের। দুয়ারে রেশন প্রকল্প বন্ধের পিটিশন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

বিরোধীদের উস্কানিতে কিছু রেশন ডিলার দুয়ারে রেশন প্রকল্পটির বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ ছিল, প্রকল্পটি চালু করার পরিকাঠামো রাজ্যের নেই। শুধু তাই নয় এটি সংবিধান বিরোধী বলেও অভিযোগ করা হয়েছিল পিটিশনে কিন্তু হাইকোর্ট সেই পিটিশন খারিজ করে দিয়েছে শুধু তাই নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি কোনোভাবেই সংবিধানের কোন ধারা কে লংঘন করছে না।

শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প গণবণ্টন ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। এটি মানুষের কাছে খাদ্য নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর দুয়ারে রেশন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এর ফলে বাংলার মানুষ অত্যন্ত সুবিধাজনক উপায় রেশন পাবেন। ভোটের আগে যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তা অক্ষরে অক্ষরে পালন করছেন। এতে বাংলার মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। কলকাতা পুরভোটের ফলই তার প্রমাণ। সেই কারণে সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বাধা দিয়ে শাসকদলকে চাপে ফেলতে চাইছে বিরোধীরা। কিন্তু বারবার আদালতের দ্বারস্থ হয়েও সুবিধে হচ্ছে না; মুখ পুড়ছে ষড়যন্ত্রকারীদের।

আরও পড়ুন- Bank Holiday: জানুয়ারিতে ১৬ দিন বন্ধ ব্যাংক! দেখে নিন ছুটির তালিকা

 

Related articles

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...
Exit mobile version