রবিবার দুপুরে হাওড়ার চ্যাটার্জিহাটের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক দম্পতির মৃতদেহ। ঘরের মেঝেতে পড়েছিল স্ত্রীর দেহ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। মৃতদের নাম গৌতম মাইতি ও মৌসুমী মাইতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন গৌতম মাইতি। রবিবার সকালে গৌতমবাবুর দুই মেয়ে আঁকার ক্লাসে গিয়েছিল। ফিরে এসে অনেক ডাকাডাকির পরেও কেউ দরজা খোলেনি। তারপর তারা পাড়া প্রতিবেশীদের ডেকে আনে। প্রতিবেশীরাও ডাকাডাকির পর কোনও সাড়া পাননি। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মাটিতে চাদর ঢাকা অবস্থায় পড়ে রয়েছে মৌসুমী মাইতির দেহ। আর গৌতমবাবুর দেহ ঝুলছে সিলিং থেকে।
আরও পড়ুন- Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী