Thursday, August 21, 2025

খুব ভালো কাজ করছেন মমতা: মেঘালয়ের মন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

Date:

বঙ্গে বিজেপিকে(BJP) পর্যুদস্ত করার পর গোটা দেশের সংগঠনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই মেঘালয় বিরোধী দল হিসেবে মর্যাদা পেয়েছে তারা। এরই মাঝে মেঘালয়ের(Meghalaya) মন্ত্রীর গলায় শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী(ChiefMinister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভূয়সী প্রশংসা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই প্রশংসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের ইনডং চা বাগানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেঘালয়ের মন্ত্রী দশাখিয়াত লামারে। সেখানেই বাংলার তৃণমূল সরকারের কাজের প্রশংসা করে তিনি জানালেন, “পশ্চিমবঙ্গ সরকার ভাল কাজ করছে। রাজ্যের উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা নেওয়া উচিৎ। বিজেপি ও তৃণমূলের বিধায়কদের মানুষের এবং রাজ্যের উন্নয়নের জন্য মিলিতভাবে কাজ করতে হবে।” উল্লেখ্য, বর্তমানে মেঘালয় রাজ্যের শাসকদল বিজেপির জোটসঙ্গী ন্যাশনাল পিপলস পার্টি। আর এই দলেরই বিধায়ক দশাখিয়াত লামারে। মন্ত্রীর এই বক্তব্যের সময় তার পাশে উপস্থিত ছিলেন নাগ্রাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা-ও।

আরও পড়ুন:আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের

উল্লেখ্য, দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে এখনো পর্যন্ত তৃণমূলের সর্বাধিক সাফল্য উঠে এসেছে মেঘালয় থেকে। গত ২৫ নভেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)-সহ ১২ জন বিধায়ক। আর এই যোগদানের পরই মেঘালয়ের বড়সড় ধাক্কা খায় কংগ্রেস। বিরোধী দল হিসেবে উঠে আসে তৃণমূল। এখন তাদের লক্ষ্য শাসক দল হিসেবে ক্ষমতা দখল করা। এমন পরিস্থিতির মাঝে রাজ্যের মন্ত্রীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version