Saturday, November 15, 2025

বিহারের নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৬ জন শ্রমিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ১২ জনকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছে পুলিশ।এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কীভাবে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন:আলুসহ ৭ ফসলের বিমার সময় বৃদ্ধি রাজ্য সরকারের

অনান্য দিনের মতো রবিবারও নুডলস তৈরির কারখানায় কাজ চলছিল। সকাল ১১টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট আওয়াজে ঘরের বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। তখনই কারখানার বাইরে ধোঁয়া বেরতে দেখেন তারা। সূত্রের খবর দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ঝলসে গিয়েছেন অধিকাংশ কর্মরত শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিশাল পুলিশবাহিনী। এখনও বয়লারটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে বলে খবর। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন কারখান কর্তৃপক্ষ।  মৃত শ্রমিকদের পরিচয় জানার চেষ্টা চলছে।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। টুইটে তিনি জানিয়েছেন,  মৃতদের পরিবারের পাশে আছে সরকার। তাঁদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা প্রতিশ্রুতি দিয়েছে বিহার সরকার।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version