Tuesday, August 26, 2025

অতীত ভুলে এক ছাতার তলায় একত্রে কাজ করতে গুরুংকে আহ্বান তামাংয়ের

Date:

সম্প্রতি কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন বিনয় তামাং এবং কার্শিয়াংয়ের দু’বারের বিধায়ক রোহিত শর্মা। এরপরই অতীতের সমস্যা পেরিয়ে এবার হাতে হাত রেখে পাহাড়ের উন্নয়নে কাজ করতে বিমল গুরুংকে(Bimal Gurung) আহ্বান করলেন বিনয় তামাং(Binay Tamang)। রবিবার পাহাড়ে ফিরে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একত্রে কাজ করার বার্তা দিলেন বিনয়।

এনজিপি দলীয় দপ্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিনয় তামাং বলেন, ”বিজেপি বছরের পর বছর পাহাড়বাসীকে আলাদা রাজ্যের ললিপপ দেখিয়ে ভোটে জিতেছে। আর তা হবে না। উন্নয়নের কাজই আমাদের প্রাথমিক লক্ষ্য। সেই সঙ্গে দলকেও আরও শক্তিশালী করতে হবে। বিমল গুরুং তৃণমূলের জোটসঙ্গী হিসাবেই কাজ করছেন। আমি বলব, আসুন আমরা একসঙ্গে উন্নয়নের কাজে শামিল হই।” যদিও তাৎপর্যপূর্ণভাবে এখানে অনীত থাপার নাম নেননি বিনয় তামাং।

আরও পড়ুন:KMC Mayor: মঙ্গলে শপথ ফিরহাদ-মালা-অতীনের, কলকাতা পুরসভায় চলছে প্রস্তুতি

উল্লেখ্য, ২০১৭ সাল অবধি গুরুং, বিনয় এবং অনীত একসঙ্গেই ছিলেন। পরে পাহাড়ের বন্‌ধ তুলে গুরুংকে ছেড়ে অনীত, বিনয় রাজ্যের পাশে দাঁড়ান। সেই থেকেই দু’জনের সঙ্গে গুরুংয়ের দূরত্ব বাড়ে। জুলাইয়ে অনীতকে ছেড়ে এক চলা শুরু করেন বিনয়। দুই জনের মধ্যে দূরত্ব বেড়েছে। এই সময় প্রজাতান্ত্রিক মোর্চা খুলে পাহাড়ে জোরদার ভাবে এগিয়েছেন অনীত। রাজ্য এবং জেলা তৃণমূলের একটা বড় অংশ তাঁর পাশে আছেন। সেখানে পাল্টা গুরুংকে নিয়ে বিনয় দলভারী করতে চাইছেন বলেই পাহাড়ের নেতারা মনে করছেন। আগামী পুরসভা ভোটে গোর্খা-প্রধান এলাকায় প্রচারে নামার কথাও বলেছেন বিনয়।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version