Saturday, August 23, 2025

বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার! শুভেন্দুর উদ্দেশে কেন এমন বললেন ফিরহাদ?

Date:

কলকাতা পুরসভায় মেয়রের শপথ গ্রহণের দিনও রাজনৈতিক তরজা প্রকাশ্যে এলো। মঙ্গলবার যখন পুরসভায় শপথ গ্রহণ চলছে, ঠিক তখনই নন্দীগ্রামে হনুমানজি’র পুজো উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জনগণের ভোটে নয়, ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়া হয়।”

যদিও শুভেন্দুকে পাল্টা দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুচকি হেসে কলকাতার মেয়র এককথায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফিরহাদ বলেন, “হিন্দিতে একটা কথা আছে। বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার!”

এই অবশ্য প্রথম নয়। আগেও বিভিন্নভাবে ফিরহাদ হাকিম সম্পর্কে কটূক্তি করেছেন শুভেন্দু অধিকারী। কখনও তাঁকে ”মিনি পাকিস্তান বলা মন্ত্রী”, আবার কখনও তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। ফিরহাদ হাকিম অবশ্য শুভেন্দুর কথায় খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তবে শুভেন্দুর মন্তব্য তাঁকে কোথাও গিয়ে ব্যথা দেয় বলেই জানান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “এগুলি শুনলে কষ্ট হয়। যার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক। তার মুখ থেকে যখন এসব শুনি, তখন মনে হয় ছোটবেলার সম্পর্ক বলে কিছুই নেই! যার বাড়িতে গিয়েছি, যে আমার বাড়িতে এসেছে। এত ভালো সম্পর্ক! স্রেফ রাজনৈতিক অবস্থান বদলেছে বলে এমন অপমান করবে! একজন নাগরিক হিসেবে আমরা সকলেই আমার দেশকে মায়ের মতো ভালোবাসি। সেই মা-কে নিয়ে প্রশ্ন তুললে, তার থেকে বড় অপমান কিছু হয় না। আমি আমার মাকে ভালোবাসি, সেটি নিয়ে তোমার কাছে কৈফিয়ত দেব, বারবার পরীক্ষা দেব! শুধুমাত্র অন্য ধর্মে জন্মেছি বলে পরীক্ষা দিয়ে যেতে হবে! এটা অত্যন্ত অপমানজনক। তবে যারা এমন কথা বলে, তাদের কলকাতার মানুষ জবাব দিয়েছে, আমার ওয়ার্ডের মানুষ দিয়েছে। আমি অত্যন্ত খুশি, আমাকে জবাব দিতে হয়নি।”

আরও পড়ুন- মেয়রকে অভিনন্দন কংগ্রেস কাউন্সিলর সন্তোষের, ওয়ার্ডের উন্নয়নে চাইলেন সাহায্য

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version