Monday, November 17, 2025

KMC।Chief Whip: কলকাতা পুরসভার মুখ্য সচেতক তরুণ বাপ্পাদিত্য, নেত্রীকে জানালেন কৃতজ্ঞতা

Date:

২০১৫ সালে প্রথমবার ভোটে দাড়িয়ে বাজিমাত করেছিলেন। যাদবপুর বিধানসভার অন্তর্গত ১০১ নম্বর ওয়ার্ডে তরুণ প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তের হাত ধরেই বাম দুর্গে ফাটল ধরিয়েছিল তৃণমূল। কলকাতা পুরসভার বঞ্চিত, পিছিয়ে পড়া একটি ওয়ার্ডকে মাত্র পাঁচ বছরে ভোল বদলে দেওয়ার পুরস্কার এবার হাতেনাতে পেলেন বাপ্পাদিত্য। ইএম বাইপাস সংলগ্ন ১০১ নম্বর ওয়ার্ড এখন মিনি কলকাতা।

চকচকে আলোর, ঝকঝকে রাস্তা, জল, নিকাশি, সবমিলিয়ে ১০১ নম্বর ওয়ার্ড এখন কার্যত মডেল ওয়ার্ডের রূপ নিয়েছে। খুব স্বাভাবিকভাবে ১০১ নম্বর ওয়ার্ডের ইতিহাসে রেকর্ড মার্জিনে মানুষের আশীর্বাদ নিয়ে ফের একবার জিতে এসেছেন বাপ্পাদিত্য।

এবার তাকে কলকাতা পুরসভার মুখ্য সচেতকের পদ দেওয়া হল। মেয়র ফিরহাদ হাকিম নিজে একথা ঘোষণা করেন। ঐতিহ্যবাহী কলকাতা পুরসভায় এমন মর্যাদার পদ পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই গর্বিত বাপ্পাদিত্য দাশগুপ্ত। এমন দায়িত্ব দেওয়ার জন্য সর্বাগ্রে তিনি দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একইসঙ্গে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

পুরসভার মুখ্য সচেতক হওয়ার পর বাপ্পাদিত্য তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়াতে বলেন, “১০১ এ দ্বিতীয়বারের পথ চলা শুরু ,আপনাদের সকলের আশীর্বাদ ও অনুপ্রেরণা নিয়ে। আর এবারেও আমি চাই শুধু আমার কাজই কথা বলুক। আর ভরসা ও আস্থা রেখে ঐতিহ্যমন্ডিত কলকাতা পুরসভার মুখ্য সচেতকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। তাঁর আস্থার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করব।”

আরও পড়ুন- DG Of West Bengal: রাজ্য পুলিশের স্থায়ী ডিজি মনোজ মালব্য

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version