Omicron: ওমিক্রন আতঙ্কে বিশ্ব জুড়ে বাতিল সাড়ে ১১ হাজার বিমান!

অনেকেই ছুটি কাটাতে বিভিন্ন দেশে গিয়েছেন

বড়দিনের মরসুম চলছে বিশ্ব জুড়ে। হাতছানি দিচ্ছে নতুন বছর। অনেকেই ছুটি কাটাতে বিভিন্ন দেশে গিয়েছেন। কিন্ত ওমিক্রন আতঙ্কে এবার তাদের মাথায় হাত।
যে সব দেশে কোভিডের এই নতুন রূপের সংক্রমণ ছড়িয়েছে সেই দেশ থেকে আসা যাত্রী এবং বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। ফলে মুখ থুবড়ে পড়ার জোগাড় বিমান পরিষেবার। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে সাড়ে ১১ হাজার বিমান বাতিল হয়েছে। সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। শুক্রবার পর্যন্ত এই বিপুল সংখ্যক বিমান বাতিলের জেরে পর্যটকদের মাথায় হাত।

আরও পড়ুন- Weather Forecast: শীতেও বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা, ফের কবে ফিরবে ঠান্ডা?
ওমিক্রনের জেরে সোমবারই বিশ্ব জুড়ে বাতিল হয়েছে ৩ হাজার বিমান। আজ মঙ্গলবার আরও এক হাজার বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, চিনের দু’টি বিমান সংস্থা সবচেয়ে বেশি বিমান বাতিল করছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টি বিমান বাতিল করেছে সোমবার। ১৯৮টি বিমান বাতিল করেছে এয়ার চায়না। অন্য দিকে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি বিমান বাতিল করেছে।

Previous articleWeather Forecast: শীতেও বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা, ফের কবে ফিরবে ঠান্ডা?
Next articleSourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে