Monday, August 25, 2025

Corona:ফের চোখ রাঙাচ্ছে করোনা,লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮১

Date:

বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। একসপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ১১ শতাংশ বেড়েছে। পাশপাশি উদ্বেগজনক হারে ভারতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার দেশের দৈনিক আক্রান্ত মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি।

আরও পড়ুন:Royal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে

এমতাবস্থায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬।এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। এদের মধ্যে ২৩৮ জনই দিল্লিতে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।বর্ষশেষের আগে ওমিক্রনের দাপাদাপিতে স্বভাবতই চিন্তিত চিকিৎসকেরা। এই দুই রাজযে দৈনিক সংক্রমণ গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। তাই ইতিমধ্যেই নৈশকালীন কার্ফু ছারাও একগুচ্ছ বিধিনেষেধ জারি হয়েছে।

দিল্লি এবং মহারাষ্ট্র ছাড়াও গুজরাত (৭৩), কেরল (৬৫), তেলেঙ্গানা (৬২), রাজস্থান (৪৬), কর্নাটক (৩৪), তামিলনাড়ুতে (৩৪) ওমিক্রন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে ১ জন  আপাতত স্থিতিশীল।

চলতি মাসেই দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। এক মাসও কাটেনি, এরই মধ্যে দেশের ২১ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। আক্রান্তের সংখ্যাও প্রায় ৮০০-র কাছাকাছি। ওমিক্রন সংক্রমণ বাড়ার পাশাপাশি দেশের করোনা সংক্রমণও এক ধাক্কায় ৬ হাজার থেকে ৯ হাজারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে  জরুরী বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version