Sunday, November 9, 2025

Omicron:উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১

Date:

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাশাপাশি ওমিক্রনের আতঙ্ক ভয় ধারাচ্ছে সাধারণ মানুষকে। তাহলে কি কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ? দেশের অনান্য রাজ্যের মতো বাংলাতেও ইতিমধ্যেই থাবা বসিয়েছে ওমিক্রন। স্বাস্থ্যদফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের শরীরে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে একজন বিদেশ ফেরত হলেও বাকি চারজনের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই। এনিয়ে বাংলায় মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ইতিমধ্যেই ফের নতুন করে বিধিনিষেধ চালু করার ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুন:Corona: সংক্রমণ বাড়লে ফের কলকাতায় কনটেনমেন্ট জোন, স্কুল-কলেজ বন্ধের ভাবনা: জানালেন মুখ্যমন্ত্রী

দেশের যে সব রাজ্যে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, সেই তালিকায় প্রথম দশে রয়েছে পশ্চিমবঙ্গ। দশম স্থানে রয়েছে বাংলা। মঙ্গলবার পর্যন্ত যেখানে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ৬, আজ, বুধবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট আসতেই আশঙ্কা বেড়েছে। আরও ৭০০ জনের নমুনা পাঠানো হয়েছে। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, ওমিক্রন আক্রান্ত নতুন পাঁচজনের মধ্যে ২ জন কলকাতা, একজন হাওড়া ও আরেকজন দমদমের বাসিন্দা। ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণও। মঙ্গলবার নতুন করে এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৭৫২ জন। বুধবার তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বুধবার, গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক থেকে করোনা পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ছড়াচ্ছে ওমিক্রন । সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ করতে হতে পারে । শিক্ষাসচিবকে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version