Wednesday, August 27, 2025

আজই ঘোষণা হতে পারে চার পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা, তারুণ্য ও মহিলাদের প্রাধান্য?

Date:

আজ, বৃহস্পতিবার চার পুরনিগমের আসন্ন ভোটের (Corporation Election) প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পুজোর আগে ও পরে সাতকেন্দ্রের উপনির্বাচন এবং সদ্যসমাপ্ত কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে ঘাসফুল শিবির। আসন্ন পুরনিগমের ভোটগুলিতেও সেই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল। এবং সেক্ষেত্রে প্রার্থী চয়নকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে বলে তৃণমূল সূত্রের খবর। একইসঙ্গে এবারও মহিলাদের সামনের সারিতে আনতে চাইছে ঘাসফুল শিবির। সেক্ষেত্রে পুরনো মুখ সামনে রেখে নতুন প্রজন্মের প্রতিনিধিদের তুলে আনতে চাইছে তৃণমূল।

সবমিলিয়ে আজ, বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর থেকে ফিরে এদিন বিকেল পাঁচটায় পুরসভাগুলির বিদায়ী পদাধিকারী ও দলীয় শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চার পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে। বিধানসভা ও কলকাতা পুরসভার মত প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির পুরনোদের সঙ্গে প্রাধান্য পেতে পারেন তরুণ প্রজন্মের নেতা ও মহিলারাও।

উল্লেখ্য, চার পুরনিগমের মধ্যে বিধাননগর, চন্দননগর এবং আসানসোল ২০১৫ সালে শেষবার ভোটের পর তৃণমূলের দখলেই ছিল। একমাত্র ভোট পরবর্তী জোট করে শিলিগুড়ি পুরসভা দখল করেছিল বাম-কংগ্রেস। এবার তাই উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার ওপর বিশেষ নজর দিতে চায় তৃণমূল। সেভাবেই তৈরি করা হবে প্রার্থী তালিকা। অন্যদিকে, আসানসোলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৃণমূলের। এক্ষেত্রে ঘাসফুল শিবির কিছুটা এগিয়ে থাকলেও, নতুনভাবে প্রার্থী তালিকা সাজানোর চিন্তাভাবনায় শাসক দল। আর বিধাননগর ও চন্দননগরে বিশেষ লড়াই না থাকলেও আত্মতুষ্টিতে ভুগদে নারাজ তৃণমূল।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version