Saturday, May 3, 2025

এখনই লকডাউন নয়: ওমিক্রন রুখতে বাংলায় আন্তর্জাতিক বিমান বন্ধের প্রস্তাব মমতার

Date:

দেশ তথা বিশ্বজুড়ে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(omicron) আতঙ্কের কারণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় রাজ্যবাসীর মধ্যে শুরু হয়েছে লকডাউনের কানাঘুষো। এহেন পরিস্থিতিতে এবার বঙ্গবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পষ্ট জানালেন এখনই লকডাউন করা হবে না রাজ্যে। পাশাপাশি করোনা(covid) নিয়ে মানুষকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সংক্রমণ রুখতে অবিলম্বে বাংলায় বিদেশ থেকে আসা বিমান ওঠানামা বন্ধ হওয়া প্রয়োজন বলে জানালেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মঙ্গলবার গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা ফেরার আগে সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রশ্নোত্তর পর্বে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গ উঠলে মুখ্যমন্ত্রী জানান, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।” পাশাপাশি ওমিক্রন নিয়ে রাজ্য সরকার যে যথেষ্ট উদ্বিগ্ন তা স্পষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের তরফে পরিস্থিতি মোকাবিলা করার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। রিভিউ মিটিং করছে প্রশাসন।

আরও পড়ুন:Big Boss:বিপুল অঙ্কের কর বকেয়া, বিগ বস হোটেল সিল করল কলকাতা পুরসভা

পাশাপাশি লকডাউন প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত দু’বছর লকডাউন দেখেছি আমরা সকলে। মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়বে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে। বিধিনিষেধ জারি করা হবে। তবে লক্ষ্য রাখা হবে জনজীবন যাতে ব্যাহত না হয়।” এছাড়াও রাজ্যবাসীকে সচেতনতা বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরো জানান, বর্ষবরণের উৎসবে মাতলেও সচেতনতা বজায় রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সমস্ত রকম সতর্কতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। করোনাকে ভয় না পেয়ে সর্তকতা অবলম্বন করে যেতে হবে আমাদের। আগের মতোই পরিস্থিতি মোকাবিলার সমস্ত রকম চেষ্টা রাজ্য সরকার করবে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version