Kl Rahul: সেঞ্চুরিয়ানে জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিলেন রাহুল

এই জয়ে জন‍্য ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সকে তুলে ধরলেন সহ-অধিনায়ক কে এল রাহুল।

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় দল( India Team)। আর এই জয়ে জন‍্য ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সকে তুলে ধরলেন সহ-অধিনায়ক কে এল রাহুল( Kl Rahul)। তিনি বলেন, বিদেশের মাটিতে ভারতের দাপট দেখানোর আসল কারণ বোলাররাই। মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহদের দাপটেই প্রোটিয়ারা ক্রিজে দাঁড়াতে পারেননি বলে জানান রাহুল।

এদিন ম‍্যাচ শেষে রাহুল বলেন,” ভারতীয় দলের বোলিং লাইন শক্তিশালী। বিদেশের মাটিতে নিজেদের বার বার প্রমাণ করেছে। এটি আমাদের দলের পক্ষে এটা একটা ইতিবাচক দিক। দলে এবং রিজার্ভ বেঞ্চে একাধিক প্রতিশ্রুতিমান বোলারও বসে রয়েছে।”

সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। তাই এদিন শামির প্রশংসা না করে পারলেন না রাহুল। শামির প্রশংসায় রাহুল বলেন,” গত ৩-৪ বছরে নিজের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে শামি। যে ভাবে খেলেছে, তাতে এই বছরটা ওর কাছে অন্যতম সেরা গিয়েছে। আমাদের দলের অন্যতম সেরা বোলার ও। যে কোনও পরিস্থিতিতে ও খেলতে পারে।

আরও পড়ুন:Sourav Ganguly: হাসপাতালে শুয়েই ভারতের খেলা দেখলেন মহারাজ, টুইট করে শুভেচ্ছা জানালেন বিরাটদের

Previous articleDebaprasad Bag: দুর্ঘটনায় জখম কালনার বিধায়ক
Next articleবিধাননগরে আবার তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে হাহাকার