Thursday, August 21, 2025

ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে

Date:

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(Assembly election)। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর করছে গেরুয়া শিবির। রাজ্যে রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে কংগ্রেসের ক্ষেত্রে দেখা গেল গা-ছাড়া মনোভাব। নির্বাচনের আগে পাঞ্জাবে জনসভা বাতিল করে বিদেশ সফরে গেলেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। এই ঘটনায় দলের অন্দরেই প্রশ্ন উঠছে রাহুলের দায়বদ্ধতা নিয়ে।

সূত্রের খবর, গত বুধবারই দলের ১৩৭তম বর্ষপূর্তী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণের পর দেশ ছেড়েছেন ওয়েনাড়ের সাংসদ। জানা দিয়েছে গতবারের মতো এবারও তিনি নাকি ইতালিতে রয়েছেন তাঁর মামার বাড়িতে। তবে, রাহুলের গন্তব্য নিয়ে স্পষ্ট কিছু জানায়নি কংগ্রেস। শুধু জানানো হয়েছে ব্যক্তিগত কাজে বিদেশ সফরে গিয়েছেন তিনি। দলীয়স্তরে গুঞ্জন, আগামী ১৫ বা ১৬ জানুয়ারি জনসভা করতে পারেন সোনিয়া-তনয়।

আরও পড়ুন:Firhad Hakim: পাঁচ-ছ’জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন, ঘোষণা ফিরহাদের

এদিকে ভোটের মুখে রাহুল গান্ধীর এই বিদেশ সফর নিয়ে পাঞ্জাবে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে চাপা ক্ষোভ দানা বেঁধেছে। পাঞ্জাবে কংগ্রেস হাজারো সমস্যায় জর্জরিত। ক্ষমতায় প্রত্যাবর্তন না করতে পারলে সংগঠন ও সর্বভারতীয়স্তরের দলের ভাবমূর্তিতে ব্যাপক ছাপ পড়বে। এইঅবস্থায় বিদেশে যাওয়ায় ‘যুবরাজে’র দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রদেশ কংগ্রেস নেতার কথায়, মোগা সমাবেশ থেকে দলের ঐক্যবদ্ধ চেহারাটা তুলে ধরার প্রয়োজন ছিল। কিন্তু সেটাই ধাক্কা খেল। আরেক নেতার দাবি, ‘রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নিয়ে আমরা কিছুই জানি না। বিরোধীদের কটাক্ষ ও সুরজেওয়ালার সাফাইয়ের পর আমরা পুরোটা জেনেছি।’

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version