Wednesday, November 12, 2025

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার, লাফিয়ে বাড়ছে ওমিক্রনও

Date:

দেশ তথা গোটা বিশ্বে এই মুহূর্তে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(Omicron) উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একইসঙ্গে দেশজুড়ে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry) তরফে প্রকাশিত রিপোর্টে জানা যায়, ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬৪ জন। সব মিলিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। একইভাবে দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে হাজারের গন্ডি।

ওমিক্রন উদ্বেগের মাঝে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট দাবি করছে, দেশে এখনও অবধি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। এর মধ্যে ৩৭৪ জন ওমিক্রন আক্রান্ত এখনও অবধি সুস্থ হয়েছেন। দেশের মধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫০ জন। এর পরই রয়েছে দিল্লি। দেশের রাজধানীতে ৩২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে কেরল (১০৯), গুজরাত (৯৭), রাজস্থান (৬৯), তেলঙ্গানা (৬২), তামিলনাড়ু (৪৬), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৬), হরিয়ানা (১৪), ওড়িশা (১৪) এবং পশ্চিমবঙ্গ (১১)। এ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন:Tiger: কুলতলির পরে গোসাবা, ফের বাঘের পায়ের ছাপ ঘিরে ছড়াল আতঙ্ক

অন্যদিকে দেশে মোট করোনা আক্রান্তের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার করলেও দৈনিক মৃত্যু গত কয়েক দিনের তুলনায় বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। যার অধিকাংশটাই কেরলে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮১ হাজার ৮০ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার জেরে দেশে সক্রিয় রোগীও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৮ হাজার ৯৫৯। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯১ হাজার ৩৬১ জন।

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version