Landslide:আচমকা ভূমিধস, মাটির নীচে চাপা পড়ে নিখোঁজ অন্তত ১৫, মৃত ১

নতুন বছরের শুরুতেই একের পর এক দুর্ঘটনা। হরিয়ানার ভিওয়ানি জেলার খনি অঞ্চলে ভূমিধসের নীচে চাপা পড়ে নিখোঁজ অন্তত ১৫। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধার কাজ। শেষ পাওয়া খবরে, ৩ জনকে উদ্ধার করার খবর মিলেছে। এদিকে উদ্ধার অভিযান তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শনে যান হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল। তবে এখনও পর্যন্ত ভূমিধসের কারণ জানা যায়নি।

আরও পড়ুন:Stampede: বছরের শুরুতেই দুর্ঘটনা, বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১২

পুলিশ সূত্রের খবর, এদিন সকালে আচমকাই হরিয়ানার ভিওয়ানি  জেলায় একটি খনি অঞ্চলে ভূমিধস নামে। জানা গিয়েছে,তোসাম ব্লকের দাদাম এলাকায় পাহাড় ভাঙার কাজ চলছিল। সেই সময়ই পাহাড়ের একটি অংশে বড় ফাটল ধরে। সেখান থেকেই ধস নামতে থাকে।

হরিয়ানার এই অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন হয়। কিন্তু সম্প্রতি দূষণের কারণে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওই এলাকায় খনির কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবারই সেই নিষেধাজ্ঞা উঠেছে। এর পর শুক্রবার থেকেই দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে ফের লাগামছাড়া ভাবে শুরু হয় কাজ। বছরের শুরুতেই এই দুর্ঘটনা।

Previous articleগানে গানে নতুন বছর
Next articleমহারাষ্ট্রে ভয়াবহ আকার নিয়েছে করোনা, আক্রান্ত ১০ মন্ত্রীসহ ২০ বিধায়ক