Monday, August 25, 2025

রাজ্যে সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেই শুরু ১৫-১৮ বয়সসীদের টিকাকরণ

Date:

নতুন বছরের শুরু থেকেই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department of West Bengal) সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রবিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬১৫৩ জন। তার আগেরদিন শনিবার এই সংখ্যাটি ছিল ৪৫১২। অৰ্থাৎ, একদিনে বৃদ্ধি ১৬৪১। পজিটিভ রেটে শীর্ষে কলকাতা।

করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা এবং ভ্যাকসিনের জন্য লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে সরকার। সচেতনতার ঘাটতির জেরে বাংলায় কোভিড পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু টিকাকরণে কোনওরকম ঘাটতি চাইছে না রাজ্য সরকার। তাই বিধি-নিষেধ কার্যকর হলেও আজ, সোমবার থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ কর্মসূচি যথারীতি জোরকদমে শুরু করছে স্বাস্থ্যদপ্তর।

আজ, সোমবার সকাল ৯টা থেকে ৫০০ স্কুল ছাড়াও রাজ্যের সমস্ত কোভ্যাকসিন কেন্দ্রেই শুরু হয়েছে ছাত্রছাত্রীদের টিকাকরণ। ফলে ৪৭৯ স্কুল সহ ৮০০’র বেশি টিকাদান কেন্দ্রে ১৫-১৮ বয়সসীমার ছাত্রছাত্রীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গোটা দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সি ৭ কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার নাগরিককে এই পর্বে টিকা দেওয়া হবে। রাজ্যে ওই বয়সি টিকাগ্রাহকের সংখ্যা ৪৮ লক্ষ। বয়ঃসন্ধিদের টিকা সংক্রান্ত নাম নথিভুক্তির কাজ ‘কো-উইনে’ শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। আর প্রথম দিনেই নাম নথিভুক্ত করেছেন ৩ লক্ষ ১৫ হাজার ৪৮৪ জন। স্বাভাবিকভাবেই রবিবার তা আরও বেড়েছে। সব মিলিয়ে নাম উঠেছে ৫ লক্ষ ৭৫ হাজারের।

আরও পড়ুন:বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

এদিকে, এই টিকাকরণ কর্মসূচির জন্য রাজ্যের ঘরে ৬০ লক্ষ কোভ্যাকসিন ছিলই। রবিবার আরও আড়াই লক্ষ টিকা ঢুকেছে শহরে। ফলে রাজ্যের হাতে মজুত রয়েছে ৬২ লক্ষ ৫০ হাজার ডোজ কোভ্যাকসিন। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘’এক মাসে ১৫-১৮ বয়সসীমার ছাত্রছাত্রীদের প্রথম ডোজ শেষ করাই আমাদের লক্ষ্য’’।

এরই মাঝে রবিবার কলকাতায় পজিটিভিটি রেট ৩২.৮ শতাংশ। তুলনায় হাওড়ায় ২২.৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৯ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ও বীরভূমে ১২.৩ শতাংশ, হুগলীতে ১০.৫ শতাংশ। স্বাস্থ দফতরের (Health Department of West Bengal) রবিবারের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২৪০৭ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। রাজ্যে পজিটিভিটি রেট ১৫.৯৩ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২০২৭ জন। করোনা মুক্ত হয়েছেন ১১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version