Friday, January 9, 2026

Presidency: লজ্জাজনক: প্রেসিডেন্সির প্রাক্তনীদের পোস্টারে নেই নেতাজি, ঠাঁই অপর্ণার!

Date:

Share post:

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhaschandra Basu) অবদান অবিসংবাদিত। আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়- সেই সময় কলেজে পড়ার সময় ইংরেজদের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছিলেন নেতাজি। অথচ বাংলার এই বীর সন্তানকে স্থান দেওয়া হল না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) 200 বছর পূর্তি অনুষ্ঠানের পোস্টারে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে প্রেসিডেন্সির কৃতি প্রাক্তনীদের নিয়ে বেশ কিছু পোস্টার প্রকাশ হয়েছে তাতে মধ্যমণি হয়ে বসে আছেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন (Aparna Sen)। কিন্তু কোথাও ছবি নেই নেতাজি বা ডিরোজিওর মতো মণীষীদের।

তবে এই প্রথম নয়, ২০১৬-তেও প্রেসিডেন্সির সেরা দশ প্রাক্তনীর তালিকাতেও নেতাজি সুভাষচন্দ্রকে স্থান দেওয়া হয়নি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই চূড়ান্ত অবমাননাকর সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়। অথচ এর ঠিক ১০০ বছর আগেই ভারত বিরোধী প্রফেসর ওটেন সাহেবের বিরুদ্ধে আওয়াজ তোলেন তরুণ সুভাষ। নিগ্রহের ‘অপরাধে’ প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয় তাঁকে। প্রেসিডেন্সির ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে যে ৬ টি টিজার প্রকাশ করা হয়, সেখানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্রাক্তনীরা। এই তালিকায় রয়েছেন জগদীশ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, প্রশান্ত চন্দ্র মহলানবীশ, সত্যেন্দ্রনাথ বসু, সত্যজিৎ রায়, নবনীতা দেবসেনের মত দিকপালরা। কিন্তু প্রথম থেকেই বাদ নেতাজি।

আরও পড়ুন:Omicron: ওমিক্রন সংক্রমণ ছড়ায় বিদ্যুত গতিতে, কী তার উপসর্গ?

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ চরমে ওঠে। প্রশ্ন ওঠে, নেতাজি কে কি প্রাক্তনী বলে মানে না প্রেসিডেন্সি? একইসঙ্গে প্রশ্ন ওঠে, এই তালিকায় অপর্ণা সেনের অন্তর্ভুক্তির মাপকাঠি কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানো?

প্রবল চাপে পড়ে কোনও ভাবে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করেন উপাচার্য অনুরাধা লোহিয়া। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তিনি রাজ্য সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। আর দায় চাপিয়েছেন যে সংস্থাকে এই প্রচারের কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের উপর। এবার থেকে তিনি নিজে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন অনুরাধা লোহিয়া। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি প্রথম থেকে দেখলেন না কেন? তার উত্তর দিতে পারেননি। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান তামাম বিশ্ব জানে। প্রেসিডেন্সি কলেজ থেকেই তাঁর লড়াই শুরু। ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তোলার অভিযোগে তাঁকে প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেন। তাহলে, সেরা দশ প্রাক্তনীর তালিকায় অপর্ণা সেন স্থান পেলেও কেন বাদ সুভাষ চন্দ্র বসু? কেনই বা তালিকা থেকে বাদ দেওয়া হল সমাজ সংষ্কারক হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিকে?

spot_img

Related articles

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...

প্রধানমন্ত্রী কথা রাখেননি: ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক

রাজ্যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে পায়ের তলার মাটি ছিনিয়ে নিয়ে পথে দাঁড় করানোর পরিকল্পনায় কেন্দ্রের...

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা

শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে...