Monday, August 25, 2025

Sc EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু, নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

মঙ্গলবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc) । নতুন বছরে এটাই প্রথম ম‍্যাচ লাল-হলুদের। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খরা কাটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। আট ম‍্যাচে জয় না পাওয়ায় কোচ বদল হয়েছে লাল-হলুদের। নতুন কোচ হয়েছেন মারিও রিভেরা। তবে এখনই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারছেন না তিনি। যার ফলে বিএফসির বিরুদ্ধে লাল-হলুদের কোচের হটসিটে বসবেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংই।

আট ম‍্যাচে জয় নেই এবার সামনে বিএফসি, দল কী ঘুরে দাঁড়াতে পারবে? এর জবাবে রেনেডি সিং বলেন,” অনুশীলনে আমরা যে রকম খেলছি, সে ভাবে ম্যাচে খেলতে পারলে ভাল ফল হবেই। মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছে না দল। প্রতি ম্যাচেই ছোটখাটো ভুল হয়ে চলেছে, যে কারণে গোল হজম করতে হয়েছে।”

এর পাশাপাশি রেনেডি আরও বলেন,” হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খারাপ খেলিনি আমরা। পরের তিন-চারটে ম্যাচে আমি দলের দায়িত্বে থাকব। ছ’দিন সময় পেয়েছি ছেলেদের সঙ্গে কাজ করার জন্য। ওরা এই ক’দিনে খুবই পরিশ্রম করেছে। আমি খুশি। এটা ধরে রেখে পরের ম্যাচেও লড়াই করতে হবে। গত পাঁচ-ছ’দিনে ছেলেরা যা করেছে, কালকের ম্যাচেও সেটাই করে দেখাতে হবে। তাহলেই জয় আসবে।”

তবে বিএফসির বিরুদ্ধে চিন্তা থাকছে লাল-হলুদের। বেঙ্গালুরু ম্যাচে তিন বিদেশিকে পাবে না ইস্টবেঙ্গল। পেরোসেভিচ নির্বাসিত। ফ্রানিয়ো পর্চে এবং ড্যারেন সিডোয়েলের চোট। তাদেরকে এই ম‍্যাচে পাওয়া যাবে বলে জানান রেনেডি।

আরও পড়ুন:I-League: আইলিগে করোনার থাবা, পিছিয়ে গেল ছয় সপ্তাহ

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version