Monday, May 5, 2025

৮ IPS সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬, কোভিড যোদ্ধাদের মধ্যেও বাড়ছে উদ্বেগ

Date:

কলকাতায় ক্রমশ গোষ্ঠী সংক্রমণের (Community transmission) রূপ নিচ্ছে করোনা (Corona) তার থেকে নিস্তার নেই করোনা যোদ্ধা কলকাতা পুলিশেরও (Kolkata Police)। আগেও সামনে থেকে মহামারির বিরুদ্ধে লড়াই করেছে কলকাতা পুলিশ। করোনা শহিদ হয়েছেন কলকাতা পুলিশের অনেক কর্মী ও আধিকারিক। আক্রান্ত হয়েছিলেন শতাধিক। কিন্তু দায়িত্ব-কর্তব্য-দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসেনি তাঁরা।

আরও পড়ুন:Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

ফের কলকাতা পুলিশে ক্রমশ চওড়া হচ্ছে কোভিদের থাবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৮ জন IPS অফিসারও রয়েছেন। আজ নতুন করে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৩ জন-ই IPS অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লালবাজারে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এই ল্যাপে করোনার সংক্রমণ কয়েকগুণ বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞ ও চিকিৎসকরা আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন বিদ্যুতের গতিতে সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়। সরাসরি ফুসফুসের উপর আঘাত হানতে পারছে না ওমিক্রন। মূলত গলাতেই সংক্রমণের দাপাদাপি। যার দারুণ গলা খুশখুশ ও কাশি অন্যতম লক্ষণ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version