Friday, November 7, 2025

৮ IPS সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬, কোভিড যোদ্ধাদের মধ্যেও বাড়ছে উদ্বেগ

Date:

কলকাতায় ক্রমশ গোষ্ঠী সংক্রমণের (Community transmission) রূপ নিচ্ছে করোনা (Corona) তার থেকে নিস্তার নেই করোনা যোদ্ধা কলকাতা পুলিশেরও (Kolkata Police)। আগেও সামনে থেকে মহামারির বিরুদ্ধে লড়াই করেছে কলকাতা পুলিশ। করোনা শহিদ হয়েছেন কলকাতা পুলিশের অনেক কর্মী ও আধিকারিক। আক্রান্ত হয়েছিলেন শতাধিক। কিন্তু দায়িত্ব-কর্তব্য-দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসেনি তাঁরা।

আরও পড়ুন:Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

ফের কলকাতা পুলিশে ক্রমশ চওড়া হচ্ছে কোভিদের থাবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৮ জন IPS অফিসারও রয়েছেন। আজ নতুন করে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৩ জন-ই IPS অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লালবাজারে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এই ল্যাপে করোনার সংক্রমণ কয়েকগুণ বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞ ও চিকিৎসকরা আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন বিদ্যুতের গতিতে সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়। সরাসরি ফুসফুসের উপর আঘাত হানতে পারছে না ওমিক্রন। মূলত গলাতেই সংক্রমণের দাপাদাপি। যার দারুণ গলা খুশখুশ ও কাশি অন্যতম লক্ষণ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version