Monday, August 25, 2025

৮ IPS সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬, কোভিড যোদ্ধাদের মধ্যেও বাড়ছে উদ্বেগ

Date:

কলকাতায় ক্রমশ গোষ্ঠী সংক্রমণের (Community transmission) রূপ নিচ্ছে করোনা (Corona) তার থেকে নিস্তার নেই করোনা যোদ্ধা কলকাতা পুলিশেরও (Kolkata Police)। আগেও সামনে থেকে মহামারির বিরুদ্ধে লড়াই করেছে কলকাতা পুলিশ। করোনা শহিদ হয়েছেন কলকাতা পুলিশের অনেক কর্মী ও আধিকারিক। আক্রান্ত হয়েছিলেন শতাধিক। কিন্তু দায়িত্ব-কর্তব্য-দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসেনি তাঁরা।

আরও পড়ুন:Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

ফের কলকাতা পুলিশে ক্রমশ চওড়া হচ্ছে কোভিদের থাবা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা পুলিশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ জন। তারমধ্যে ৮ জন IPS অফিসারও রয়েছেন। আজ নতুন করে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৩ জন-ই IPS অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লালবাজারে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট প্রায় ৩৪ শতাংশ। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে এই ল্যাপে করোনার সংক্রমণ কয়েকগুণ বৃদ্ধি পেলেও বিশেষজ্ঞ ও চিকিৎসকরা আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন বিদ্যুতের গতিতে সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়। সরাসরি ফুসফুসের উপর আঘাত হানতে পারছে না ওমিক্রন। মূলত গলাতেই সংক্রমণের দাপাদাপি। যার দারুণ গলা খুশখুশ ও কাশি অন্যতম লক্ষণ।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version