Wednesday, December 3, 2025

Kiff: কোভিডবিধি মেনেই হবে Kiff, নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোভিড (Covid) পরিস্থিতিতে ৫০% দর্শক নিয়েই হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার, সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়। ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। করোনা (Corona) পরিস্থিতিতে নবান্ন থেকে উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কোভিড পরিস্থিতিতে জৌলুস কম হলেও, নির্ধারিত দিনেই শুরু হচ্ছে উৎসব। শুরুর দিনই দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি।

মোট১৬১টি ছবি ১০ জায়গায় প্রদর্শিত হবে। এর মধ্যে ১০৩টি ফিচার ফিল্ম এবং ৫৮টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র রয়েছে। নন্দন ১-২-৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ ১-২, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল কলকাতা ইনফরমেশন সেন্টারে ফিল্ম দেখানো হবে। করোনা পরিস্থিতিতে গত দুবছর নভেম্বরের বদলে জানুয়ারি মাসে হচ্ছে Kiff। এবারও চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পরিচালক রাজ চক্রবর্তী। এদিন চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ইন্দ্রনীল সেন, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী, শান্তনু বসু-সহ অনেকে। এই মুহূর্তে সিনেমা হলে ৫০শতাংশ দর্শক আসনে শো চালানোর অনুমতি রয়েছে। সেই নিয়মই লাগু হবে Kiff-এর ক্ষেত্রেও। ৫০ শতাংশ দর্শক নিয়ে শো চলবে। মনে হবে অন্যান্য কোভিড প্রোটোকলও।

গতবছর ছিল সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। এই কিংবদন্তি চলচ্চিত্র পরিচালককে শ্রদ্ধা জানানো হবে। উদ্বোধনের দিনই রবীন্দ্র সদনে, বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। পরিচালক অরিন্দম শীল জানান, সত্যজিতের সময়ের ২৭ জন বিশিষ্ট শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৮ তারিখে দুপুর ৩ টেয় রবীন্দ্রসদনে তাঁদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। হাজির থাকবেন ধৃতিমান চক্রবর্তী, মনোজ মিত্র, রঞ্জিত মল্লিক, অর্পনা সেন, কুশল চক্রবর্তী-সহ অন্যান্যরা।

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...