Tuesday, November 11, 2025

Dev-Rukmini: আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত দেব, ফের পজিটিভ রুক্মিণী, আক্রান্ত মিমিও

Date:

সকালে খবর ছড়ায় করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়া দেব জানান, তাঁর RTPCR টেস্ট করতে দেওয়া হয়েছে, ঠিকই কিন্তু রিপোর্ট আসেনি। রাত সাড়ে আটটার পরে নিজেই টুইট করে দেব জানান, তিনি করোনা আক্রান্ত। টুইট করেন রুক্মিণী মৈত্রও। তিনি জানান, তাঁর কোভিড (Covid) পজেটিভ। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী। করোনা আক্রান্ত হয়েছেন আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

রাত সাড়ে আটটা নাগাদ দেব টুইট (Tweet) করেন, করোনা আক্রান্ত তিনি। লেখেন, “সবাইকে ধন্যবাদ। রেজাল্ট পেয়েছি। আমি পজিটিভ। কিন্তু আমার কোনও উপসর্গ নেই। আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি।”

প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণীও। জানান, কোভিড পজিটিভ তিনি। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন রুক্মিনী। নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ। আপাতত হোম আইসোলেশনে আছি। পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো চলছি। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সময় শক্ত থাকা উচিত। সবাই মাস্ক পরুন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।
ধন্যবাদ।”

টলিউডে কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা। আক্রান্ত হয়েছেন মিমি চক্রবর্তী। নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানান তিনি। আক্রান্ত রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্ররা।

আরও পড়ুন- নবান্নের নির্দেশে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন খোদ পুলিশ সুপার

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version