Sunday, August 24, 2025

খড়্গপুরে তৃণমূলের পুর প্রশাসকের বাড়িতে হাজির দিলীপ ঘোষ! কিন্ত কেন?

Date:

খড়্গপুরে সৌজন্যের নজিরের নেপথ্যে কিসের ইঙ্গিত?  তৃণমূল নেতা তথা খড়্গপুর পুরসভার পুর প্রশাসক প্রদীপ সরকারের মায়ের পারলৌকিক অনুষ্ঠানে যোগ দিলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পুরভোটের মুখে এমন ঘটনা অনন্য নজির বলেই মত জেলার রাজনৈতিক মহলের। পুরভোট নিয়ে মঙ্গলবারই খড়্গপুর শহরে বৈঠকে বসেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠক থেকে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার নির্দেশ দেন তিনি।
তার নির্দেশ, তৃণমূল পরিচালিত পুরসভার সমস্ত খামতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। দলীয় কর্মীদের এমন পাঠ পড়ানোর পরই সদ্য মাতৃহারা পুর প্রশাসক প্রদীপ সরকারের মায়ের নিয়মভঙ্গের অনুষ্ঠানে যোগ দিতে গেলেন দিলীপ ঘোষ। যা বর্তমান রাজনীতিতে বিরল।

রাজনৈতিক দলাদলি ভুলে খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ এদিন তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর মায়ের নিয়মভঙ্গের অনুষ্ঠানে যোগ দেন এবং প্রদীপ সরকারের মাতৃবিয়োগে শোক প্রকাশ করেন। পাশাপাশি মিষ্টিমুখ করে তাঁর আতিথেয়তাও গ্রহণ করেন।

যদিও তৃণমূল নেতার সঙ্গে ঠিক কী কথা হল দু-পক্ষের কেউই বিষয়টি খোলসা করেননি। প্রদীপ সরকারের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, তিনি খড়্গপুরে ছিলেন। তাই প্রদীপ সরকারের মা-কে শ্রদ্ধা জানিয়ে গেলেন। কঠিন সময়ে প্রাক্তন বিধায়কের পাশে থাকার জন্যই তিনি এসেছিলেন এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, কঠিন সময়ে প্রতিপক্ষ শিবিরের কট্টর নেতা তাঁর পাশে দাঁড়ানোয় আপ্লুত প্রদীপ সরকার। দিলীপ ঘোষের তাঁর বাড়িতে আসা নিয়ে রাজনীতি না খুঁজে বিষয়টি সহজভাবে দেখার আবেদন জানান তিনি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version