ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় তামিলনাডুর(Tamilnadu) কুন্নুরে প্রয়াত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত(Bipin Rawat)। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত নেমেছে সেনাবাহিনী(Army)। আর সেই তদন্ত থেকেই সম্প্রতি প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ইঙ্গিত। সূত্রের খবর, পাইলটের মুহূর্তের অসতর্কতায় মেঘের মধ্যে ঢুকে পড়েছিল হেলিকপ্টারটি(Helicopter)। যার জেরে ঘটে থাকতে পারে ভয়াবহ এই দুর্ঘটনা। এমনটাই মনে করছেন তদন্তকারীরা।

গত বুধবার বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার তদন্তকারী দল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তে উঠে আসা বিষয়গুলি প্রকাশ্যে আনেন। আর সেই রিপোর্ট বলছে কোনরকম যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেনি। বরং কপ্টার একটি রেল লাইনকে অবলম্বন করে এগিয়ে যেতে গিয়ে নিচু স্তর দিয়ে উড়তে থাকে। আর তার জেরেই বিপত্তি। যদিও বিষয়টি নিয়ে কোনও সরকারি বক্তব্য উঠে আসেনি। এই দুর্ঘটনার তদন্তের নেতৃত্বে রয়েছেন ভারতীয় সেনার এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। সেনাবাহিনীতে তিনি হেলিকপ্টার বিশেষজ্ঞ নামে পরিচিত। তার রিপোর্টে বলা হচ্ছে, মেঘের মধ্যে হেলিকপ্টার ঢুকে পড়াতেই বিপদ বেড়ে যায় । যদিও হেলিকপ্টার নিয়ন্ত্রণে যোগ্য ব্যক্তিরা ছিলেন, তবুও পরিস্থিতিগত কিছু অসতর্কতার পরিণামেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন:Narendra Modi:মোদির কনভয় আটকে বিক্ষোভ, ৩দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর তামিলনাড়ু কুন্নুর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সস্ত্রীক বিপিন রাওয়াত। পাশাপাশি প্রয়াত হয়েছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডর,লেফ্টনেন্ট কর্নেল হরজিন্দর সিং, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ভয়াবহ সেই দুর্ঘটনায় গোটা দেশে নেমে আসে শোকের ছায়া। প্রশ্ন উঠতে থাকে ভিভিআইপি নিরাপত্তা বলয় নিয়ে। দুর্ঘটনার একমাস পর অবশেষে সম্ভাব্য কারণগুলি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।
