Jharkhand Accident: বাস ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত ১৭ , আহত ২৬,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখামুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের। গুরুতর আহত আরও ২৬। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুর জেলায়। পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ যশিডিগামী একটি বাসের সঙ্গে সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের মুখেমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: Weather Forcast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, আগামী সপ্তাহেই ফের বৃষ্টির পূর্বাভাস

সরকারি সূত্রের খবর, ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে দেওঘরের যশিডির উদ্দেশে যাচ্ছিল ওই বাসটি।উল্টোদিক থেকে আসা ট্রাকটি কুয়াশায় বাসটিকে না দেখতে পেয়ে সেটিকে সজোর ধাক্কা মারে। ট্রাকটির গতিবেগ এতটাই বেশি ছিল যে ধাক্কা মার্চেই বাসটি দুমড়ে মুচড় যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ এলে তাঁরাই আহতদের স্থানীয়দের হাসপাতালে নিয়ে যায়। ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে গ্যাস কাটার ব্যবহার করতে হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, “ঝাড়খণ্ডের পাকুরে বাস দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

Previous articleWeather Forcast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, আগামী সপ্তাহেই ফের বৃষ্টির পূর্বাভাস
Next articleDelhi Fire:রাজধানীর চাঁদনি চক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বহু দোকান